প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেলেন চাঁদপুরের দুই কৃতী সন্তান
ড. মোঃ গোলাম রহমান ভূঁইয়া ও অ্যাডভোকেট আবুল ফজল পলাশ
সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী শাহরাস্তি উপজেলার ড. মোঃ গোলাম রহমান ভূঁইয়া ও কচুয়ার অ্যাডভোকেট আবুল ফজল পলাশ সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেয়েছেন। গত ২৮ আগস্ট বুধবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। সলিসিটর রুনা হামিদ আক্তারের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে পূর্বে নিয়োগপ্রাপ্ত সকল সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ আদেশ বাতিল করে সুপ্রিম কোর্টের ১শ’ ৬১ জন বিজ্ঞ আইনজীবীকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ করা হলো। একই দিন আরেকটি প্রজ্ঞাপনে ৬৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেয়ার কথা জানানো হয়।
সদ্য নিয়োগকৃত সহকারী অ্যাটর্নি জেনারেল ড. মোঃ গোলাম রহমান ভূঁইয়া শাহরাস্তি উপজেলার ১৯নং চিতোষী পশ্চিম ইউনিয়নের খেড়িহর গ্রামের কৃতী সন্তান। যিনি ইতিপূর্বে বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী হিসেবে সততা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি মানবাধিকার ও সমাজ উন্নয়ন সংস্থার চেয়ারম্যান, বাংলাদেশ মানবাধিকার সমন্বয় পরিষদের ভাইস প্রেসিডেন্ট, সাপ্তাহিক আইন পক্ষ-এর সম্পাদনাসহ বেশকিছু জাতীয় আইন ও মানবাধিকার বিষয়ক সংগঠনে দায়িত্ব পালন করেন।
অপরদিকে কচুয়া উপজেলার ৩নং বিতারা ইউনিয়নের হরিপুর গ্রামের অ্যাডভোকেট আবুল ফজল পলাশ বাংলাদেশ বার কাউন্সিলের সদস্যভুক্ত হয়ে ঢাকা জেলা ও দায়রা জজ আদালতে আইনজীবী হিসেবে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। উক্ত পদে নিয়োগ পাওয়া চাঁদপুরের দুই কৃতী আইনজীবীকে চাঁদপুরের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ শুভেচ্ছা ও অভিবাদন জানান।