শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

শাহরাস্তিতে বন্যার্তদের মাঝে বাংলাদেশ খেলাফত মজলিস ও যুব মজলিসের খাদ্য সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার ॥
শাহরাস্তিতে বন্যার্তদের মাঝে বাংলাদেশ খেলাফত মজলিস ও যুব মজলিসের খাদ্য সামগ্রী বিতরণ

বাংলাদেশ খেলাফত মজলিস এবং যুব মজলিস চাঁদপুর জেলা শাখার পক্ষ থেকে বন্যাদুর্গত শাহরাস্তি উপজেলার বিভিন্ন প্রত্যন্ত গ্রামের পানিবন্দি মানুষের মাঝে হাদিয়া হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ৩১ আগস্ট শনিবার বিকেলে এই মানবিক কর্মসূচি পালন করা হয়।

বাংলাদেশ খেলাফত মজলিস এবং যুব মজলিস চাঁদপুর জেলা শাখার নেতৃবৃন্দ শাহরাস্তি উপজেলার কালীবাড়ি, সূচিপাড়া, আয়নাতলী, নুনিয়া, হানিয়ারা, ফেরুয়া, বেরনাইয়া, নরিংপুর, রায়শ্রী, খেরিহড়, চিতোষীসহ বিভিন্ন গ্রামের বাড়ি বাড়ি গিয়ে পানিবন্দি মানুষের হাতে হাদিয়া হিসেবে খাদ্য সামগ্রী তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা লিয়াকত হোসাইন, সহ-সভাপতি মাওলানা ইদ্রিস, সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হোসেন মিয়াজি, সমাজকল্যাণ সম্পাদক হাফেজ কারী রশিদ আহমদ, যুব মজলিস চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা তারেক হাসান, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা ফজলুল করিমসহ আরো অনেকে।

এছাড়াও ফেনীতে আল্লামা মামুনুল হকের তত্ত্বাবধানে পরিচালিত লঙ্গরখানা ও সহায়তা ক্যাম্পে বাংলাদেশ খেলাফত যুব মজলিস চাঁদপুর জেলা শাখার একটি স্বেচ্ছাসেবক টিমকে নগদ অর্থসহ প্রেরণ করা হয়। এতে নেতৃত্ব দেন চাঁদপুর জেলা যুব মজলিসের সাবেক সভাপতি হাফেজ নিয়ামত হুসাইন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়