শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

মতলব পাইলট বালিকা উবির দুই শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ

স্টাফ রিপোর্টার ॥
মতলব পাইলট বালিকা উবির দুই শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ

মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থীরা দুই শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ আনে। এরা হচ্ছে বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক অজয় সেন গোলদার ও হিসাব বিজ্ঞান বিষয়ের শিক্ষক মোল্লা রাশেদুল হাসান। অভিযোগের ভিত্তিতে এই দুই শিক্ষককে পাঠদান থেকে বিরত রাখা হয়েছে বলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গাউসুল আযম পাটওয়ারী নিশ্চিত করেছেন। এ ঘটনায় বিচার চেয়ে লিখিত অভিযোগ করেছে ভুক্তভোগী ওই শিক্ষার্থী।

শিক্ষার্থীর অভিযোগ থেকে জানা যায়, ১ সেপ্টেম্বর রোববার বিদ্যালয়ের ভুক্তভোগী শিক্ষার্থীরা ইংরেজি বিষয়ের শিক্ষক অজয় সেন গোলদার ও হিসাব বিজ্ঞান বিষয়ের শিক্ষক মোল্লা রাশেদুল হাসানের বিরুদ্ধে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। ভুক্তভোগীদের অভিযোগ, বেশ কিছুদিন যাবৎ ওই শিক্ষকদ্বয় আমাদের শ্লীলতাহানি করে আসছে। যার প্রেক্ষিতে আমরা উপজেলা শিক্ষা অফিসার বরাবর অভিযোগ দিতে বাধ্য হয়েছি।

অভিভাবকরা জানান, এই শিক্ষকদের বিরুদ্ধে শ্লীলতাহানির ঘটনার একাধিকবার অভিযোগ করা হয়েছে। প্রধান শিক্ষক পদক্ষেপ না নেয়ায় শিক্ষার্থীরা অভিযোগ দিতে বাধ্য হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যালয়ের অন্য শিক্ষকরাও অভিযুক্ত শিক্ষকদের বিচার দাবি করেছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গাইসুল আযম পাটওয়ারী জানান, অভিযুক্ত শিক্ষকদেরকে পাঠদান থেকে বিরত রাখা হয়েছে। সোমবার বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভায় পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ মনির হোসেন জানান, মাধ্যমিক শিক্ষা অফিসার যে পদক্ষেপ নেন, আমি তার মধ্যেই আছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়