প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
ফরিদগঞ্জে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এমএ হান্নান
রাজনীতি হলো মানুষের জন্যে, তাই মানুষের জন্যেই কাজ করতে হবে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১ সেপ্টেম্বর রোববার দুপুরে ফরিদগঞ্জ প্রেসক্লাব চত্বরে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শরীফ মোহাম্মদ ইউনুছের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নান।
তিনি তার বক্তব্যে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তরেক রহমানের একটাই নির্দেশ--ধৈর্য ধরতে হবে। এমন কোনো কাজ করা চলবে না, যাতে নিজের এবং দলের বদনাম হয়। আমাদের মনে রাখতে হবে, আমরা এখনও ক্ষমতায় আসিনি। সেজন্যে আমাদের ধৈর্য ধরতে হবে। আমাদের কারো জন্যে যেন তারেক রহমানের সম্মানহানি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এরপরও যদি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ আসে তাহলে উপজেলা পর্যায়ে আমরা এবং জেলা পর্যায়ে জেলা কমিটি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবো।
তিনি বলেন, রাজনীতি হলো মানুষের জন্যে। তাই মানুষের জন্যে কাজ করতে হবে। ভালো কাজ করে করে সমাজে নিজের গ্রহণযোগ্যতা বাড়াতে হবে। কিন্তু যারা খাই খাই করে, তারা বিএনপির আদর্শের কেউ হতে পারে না। তাই কোনো চাঁদাবাজ, হামলাবাজদের জন্যে বিএনপি নয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ এবং আপষহীন নেত্রী তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ধৈর্যকে সাথে নিয়ে আমাদের চলতে হবে।
পৌর বিএনপির আহ্বায়ক আমানত হোসেন গাজীর পরিচালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মোঃ মঞ্জিল হোসেন, ডাঃ আবুল কালাম আজাদ, মজিবুর রহমান দুলাল, আবু জাফর খসরু মোল্লা, আঃ খালেক পাটওয়ারী, আব্দুর রহমান, মাসুদ হোসেন, মহসীন মোল্লা, আবুল হাসনাত, পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক জামাল হোসেন, উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী, সাধারণ সম্পাদক আমিন মিজি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক ফারুক হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফ পাটওয়ারী, উপজেলা ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান মঞ্জু, সাধারণ সম্পাদক আবু ইউছুফ চৌধুরী শাওন, পৌর ছাত্রদলের সভাপতি আল-আমিন মোল্লা, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন শিভলু প্রমুখ।