শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

হাজীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির ত্রাণ তৎপরতা

প্রতিহিংসা পরিহার করে দেশ গড়তে এগিয়ে আসুন

-----ইঞ্জিঃ মমিনুল হক

পাপ্পু মাহমুদ ॥
প্রতিহিংসা পরিহার করে দেশ গড়তে এগিয়ে আসুন

হাজীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিঃ মমিনুল হক। এ সময় তিনি বলেন, প্রতিহিংসা পরিহার করে সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাই এগিয়ে আসুন। অতীতে আমাদের নেতা-কর্মীরা ঘরে ঘুমাতেও পারেনি। মামলা-হামলা দিয়ে অনেক হয়রানি ও নির্যাতন করা হয়েছে। যারা অতীতে অপরাধ করেছেন, আমরা তাদের ব্যাপারে আইনগত ব্যবস্থা নিবো। তবে নিরাপরাধ কোনো আওয়ামী লীগ নেতা ও তাদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার দিনব্যাপী ত্রাণ তৎপরতায় অংশ নেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব ইমাম হোসেন, সাধারণ সম্পাদক এম এ রহিম পাটোয়ারী, সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মনির, সহ-সভাপতি সৈয়দ শরিফ আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক আনিছুর রহমান কানু পাটোয়ারী, আলী আকবর শেখ, মোশারফ হোসেন স্বপন, অর্থ সম্পাদক সুলতান আহমেদ, উপজেলা যুবদলের আহ্বায়ক আক্তার হোসেন দুলাল, সদস্য সচিব কাজী জসিম, উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি বিল্লাল হোসেন বেলাল, সাধারণ সম্পাদক মিঠু চৌধুরী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল হোসেন, সদস্য সচিব জুয়েল রানা তালুকদার, পৌর ছাত্রদলের আহ্বায়ক মোঃ ইউছুফ, সদস্য সচিব দ্বীন ইসলাম টগর প্রমুখ।

উপজেলার পাচৈ সরকারি বিদ্যালয় মাঠ, দেশগাঁও বটতলা বাজার, তারালিয়া, পালিশারা, সেন্দ্রা, বেলচোঁ, রায়চোঁ, ডিগ্রি কলেজ, টোরাগড় ও আলীগেঞ্জ ত্রাণ তৎপরতা চালানো হয়। এছাড়া প্রয়াত বিএনপি নেতা শহিদুল ইসলামের কবর জিয়ারত করেন ইঞ্জিঃ মুমিনুল হক।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়