প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
জেলা বিএনপির সভাপতি-সম্পাদকের শুভেচ্ছা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের সর্বস্তরের নেতা-কর্মী, শুভানুধ্যায়ী এবং চাঁদপুরবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একেএম সলিম উল্লাহ সেলিম।
এক শুভেচ্ছা বার্তায় নেতৃবৃন্দ বলেন, বিএনপি একটি শক্তিশালী গণতান্ত্রিক দল। এ দল টিকে আছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাঁটি দেশপ্রেমের রাজনৈতিক দর্শন, আদর্শ ও সাধারণ মানুষের ভালোবাসায়।
১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর জাতির এক মহা ক্রান্তিলগ্নে বিএনপি প্রতিষ্ঠার মাধ্যমে দেশের মানুষের হারিয়ে যাওয়া গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম।
নেতৃবৃন্দ আরো বলেন, বাংলার মানুষের অধিকার হরণ করেছে পতিত স্বৈরাচারী শেখ হাসিনা সরকার। দেশের সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জালিম সরকারের ষড়যন্ত্রের শিকার হয়ে বিনা অপরাধে মিথ্যা মামলায় কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে দিন কাটিয়েছেন দীর্ঘদিন। শেখ হাসিনার কারণে আজ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবন সঙ্কটাপন্ন। অপরদিকে, মিথ্যা মামলায় সাজা দিয়ে দেশ দনায়ক তারেক রহমানকে দেশে আসতে দেয়া হয়নি। অবশেষে শত শত ছাত্র-জনতার জীবনের বিনিময়ে অবিস্মরণীয় এক গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ দ্বিতীয় বার স্বাধীন হয়েছে। তাই আজকে প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে আমাদেরকে শপথ নিতে হবে গণতন্ত্র প্রতিষ্ঠা করা, আর সে লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকা এবং জনগণের আস্থা, ভালবাসা ও সমর্থন নিয়ে স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের জন্যে প্রস্তুত হওয়া। বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলমত নির্বিশেষে চাঁদপুরবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।