প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
ব্যাপক কর্মসূচি গ্রহণ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি আজ রোববার পা রাখলো ৪৭ বছরে। দলটির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৭৮ সালের পয়লা সেপ্টেম্বর তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দল গঠন করেন। প্রতিষ্ঠার পর সাড়ে চার দশকের মধ্যে গত ১৭ বছরে সবচেয়ে বেশি প্রতিকূল সময় পার করেছে দলটি। অবশেষে গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার প্রধান শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যান এবং বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়। নতুন এই প্রেক্ষাপটে দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি আজকে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে।
বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি : সকাল ৬টায় চাঁদপুরসহ ঢাকা ও সারাদেশে দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন, সকাল ১১ টায় মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের রূপকার, বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ। বাদ জোহর দলীয় কার্যালয়ের সামনে বন্যায় মৃত্যুবরণকারীদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা, সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনে শহীদ নেতা-কর্মীদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা, বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনা এবং তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। ২ সেপ্টেম্বর রয়েছে বর্ণাঢ্য র্যালি। ৩ সেপ্টেম্বর দেশব্যাপী খাল-বিল-পুকুরে মৎস্য পোনা অবমুক্তকরণ। ৪ সেপ্টেম্বর দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি। এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশ করা হবে। অনুরূপভাবে সারাদেশে জেলা ও মহানগরে পয়লা সেপ্টেম্বর র্যালি ও ২ সেপ্টেম্বর আলোচনা সভা এবং ৩ সেপ্টেম্বর উপজেলা পর্যায়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী প্রতিষ্ঠাবার্ষিকীর এই কর্মসূচি ঘোষণা করেন।