প্রকাশ : ৩০ আগস্ট ২০২৪, ০০:০০
বালা-মুসিবত আমাদের হাতের কামাই
ক্ষতিগ্রস্ত এলাকায় সহায়তাকলে ছারছীনার পীর ছাহেব
পৃথিবীর সকল বালা-মুসিবত আমাদের হাতের কামাই। মানুষ ধীরে ধীরে ইসলাম থেকে দূরে সরে যাওয়ায় আল্লাহতায়ালা তার বান্দাদের প্রকৃতিক দুর্যোগ দিয়ে সতর্ক করে থাকেন। আমাদের উচিত আল্লাহতায়ালার হুকুম মেনে নিয়ে সে অনুযায়ী জীবনযাপন করা এবং আমাদের কৃতকর্মের জন্যে আল্লাহর কাছে বেশি বেশি তওবা ইস্তেগফার করা। বৃষ্টি ও উজানের ঢলে বন্যায় প্লাবিত অঞ্চলের বানভাসি মানুষের জন্যে মানবিক সহায়তা নিয়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে ছারছীনা দরবার শরীফের বর্তমান গদ্দিনশিন পীর ছাহেব আলহাজ্ব মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন এ কথা বলেন।
বৃহস্পতিবার উজানের ঢলে ক্ষতিগ্রস্ত ফেনী, কুমিল্লা ও নোয়াখালী জেলার বিভিন্ন এলাকার ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় পীর ছাহেব নিজে ফেনী জেলার সদর উপজেলাধীন ছনুয়া ইউনিয়নের রাহি মাদ্রাসার ত্রাণ কার্যক্রম পরিদর্শন করেন। ছারছীনা দরবার শরীফের হেমায়েতে ইসলাম মিশন ফান্ড থেকে এই সহায়তা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর নায়েবে আমীর ও দারুন্নাজাত সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আ. খ. ম. আবু বকর সিদ্দিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের অধ্যাপক ড. হাফেজ মাওলানা মোঃ রুহুল আমিন, বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মাওলানা মোঃ হেমায়েত বিন তৈয়্যব, সহ-সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মৌঃ মোঃ মিজানুর রহমান প্রমুখ।
পরে ছারছীনার পীর ছাহেব আলহাজ্ব মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন ক্ষতিগ্রস্ত বানভাসিদের ও বৈষম্য বিরোধী আন্দোলনে হতাহতদের সহ দেশ জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মুনাজাত করেন।