প্রকাশ : ১৬ আগস্ট ২০২৪, ০০:০০
কচুয়ায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী মিলন সমর্থকদের অবস্থান কর্মসূচি ও খালেদা জিয়ার জন্মদিন পালন
কচুয়ায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ.ন.ম. এহসানুল হক মিলনের সমর্থকদের অবস্থান কর্মসূচি ও বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভা বিএনপির নেতা-কর্মীরা দীর্ঘ ১৭ বছর পর শোডাউন ও মিছিল নিয়ে কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত হলে সকল ইউনিয়নের নেতা-কর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ দেখা দেয়। নেতা-কর্মীরা একে অপরের সাথে কুশল বিনিময় ও আলিঙ্গনের মধ্য দিয়ে আওয়ামী লীগের দুঃশাসন থেকে মুক্তি পেয়ে অশ্রুসিক্ত নয়নে আনন্দ উল্লাসে মেতে উঠেন। এ সময় নেতা-কর্মীরা জিয়ার সৈনিক এক হও, তারেক জিয়া ও মিলন ভাই শ্লোগানে এলাকা প্রকম্পিত করে তোলে ।
বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে তাঁর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা, দেশব্যাপী চলমান গণতান্ত্রিক আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত ও যারা আহত হয়েছেন তাদের সুস্থতায় দোয়া ও মোনাজাতের আয়োজন করে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি খায়রুল আবেদীন স্বপন, সহ-সভাপতি আজিজ উল্লাহ মাস্টার, আব্দুল মালেক, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ফারুকী, সাবেক সাধারণ সম্পাদক মোঃ শাহজালাল প্রধান, সহ-সম্পাদক মাসুদ এলাহী সুভাস, শারফিন হোসাইন ও ইউসুফ মিয়াজী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক প্রফেসর নওসের আলম, পৌর বিএনপির সভাপতি বিল্লাল হোসেন, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা, কড়ইয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান, বিএনপি নেতা তরিকুল ইসলাম, উপজেলা ওলামা দলের সভাপতি মাওঃ আনোয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তোফাজ্জল হোসেন, উপজেলা যুবদলের সভাপতি আব্দুস সালাম শান্ত ও সাধারণ সম্পাদক হাবীবুন্নবী সুমন, পৌর যুবদলের সভাপতি মোঃ সফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক কাজী ফরহাদ হোসেন, সহ-সভাপতি সহিদুল ইসলাম সোহেল, উপজেলা ছাত্রদলের সভাপতি ইসমাইল হোসেন আবেগ, সিনিয়র সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম রনি, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রইস উদ্দিন চৌধুরী, পৌর ছাত্রদলের সভাপতি শরিফুল ইসলাম (শরিফ) প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, স্বৈরাচারী হাসিনার দুঃশাসন থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনাদের ভালোবাসায় ও দোয়ায় মুক্তি পেয়েছেন। আমরা দেশনেত্রী খালেদা জিয়াকে দেশের প্রধানমন্ত্রী বানিয়ে ঘরে ফিরবো এই প্রতিজ্ঞা করছি তাঁর ৮০তম জন্মদিনে। আপনারা সবাই একজোট হয়ে এহসানুল হক মিলন ভাইয়ের সমর্থনে কাজ করে যাবেন। এ সময় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে সকল নেত-কর্মীরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে র্যালি বের করে। র্যালিটি পৌর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কচুয়া বিশ্বরোড এলাকায় গিয়ে অবস্থান কর্মসূচি পালন করে।