শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৪, ০০:০০

চাঁদপুর পাসপোর্ট অফিসে চাঁদাবাজি করতে গিয়ে যুবক আটক

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥
চাঁদপুর পাসপোর্ট অফিসে চাঁদাবাজি করতে গিয়ে যুবক আটক

দেশের অস্থিতিশীল পরিস্থিতির সুযোগে চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে জেলা বিএনপির সভাপতির নাম ব্যবহার করে চাঁদাবাজি করতে গেলে স্থানীয়দের সহযোগিতায় মোঃ মামুন গাজী (৩২) নামে এক যুবককে আটক করা হয়েছে। তার সাথে ছাত্রদল পরিচয়ে ফজলু নামে আরেক যুবক জনতার মারধর খেয়ে পালিয়ে যায়। বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুর ১টার দিকে ওয়্যারলেস এলাকায় পাসপোর্ট অফিসের ভেতরে এই ঘটনা ঘটে। আটক মামুন শহরের চেয়ারম্যানঘাট জিটি রোড দক্ষিণ এলাকার মোস্তফা গাজীর ছেলে। মারধর খেয়ে পালিয়ে যাওয়া ফজলু একই এলাকার। তবে তার পিতার নাম জানা যায়নি।

পাসপোর্ট অফিসের হিসাবরক্ষক মোঃ ফারুক হোসেন বলেন, সকাল থেকে আমরা পাসপোর্ট সেবা প্রার্থীদের কাজ করছিলাম। ওই সময় আটক মামুন আরও দুজনসহ অফিসের নিচতলায় মোবাইল দিয়ে ভিডিও ধারণ করছিলো এবং মামুন উচ্চ স্বরে বলতে থাকে, এখানে আমাদেরকে এতোদিন ঢুকতে দেয়া হয়নি। এখানকার কর্মকর্তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। এমনটি বলে সে টাকা দাবি করে একটি বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে।

তিনি আরও বলেন, এক পর্যায়ে আমি তাকে দ্বিতীয় তলায় একটি কক্ষে এনে জিজ্ঞাসা করলাম, তোমার সমস্যা কী? কোনো কাজ থাকলে বলো। সে সঠিক কোনো উত্তর দিতে পারেনি। তাদের সাথের একজন ফোন করে বোঝাচ্ছিল যে তিনি জেলা বিএনপির সভাপতিকে ফোন দিচ্ছে। আসলে সেটা সঠিক ছিল না। এই সময়ের মধ্যে তাদের একজন বলে, এই উনিতো তোমাদের ভিডিও করছে। এই কথা বলে আমার হাতে থাকা মূল্যবান ডিজিটাল ঘড়ি ছিনতাই করে নিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় মামুনকে আটকে রাখা হয়।

চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক মোঃ ইউসুফ বলেন, অফিসে উচ্চস্বরে কথাবার্তা শুনে আমি গিয়ে দেখি আটক মামুনসহ ৩ জন। তারা অফিসের পুরো শৃঙ্খলা নষ্ট করে ফেলেছে। তার কাছে আমি জানতে চাই, কার বিরুদ্ধে অভিযোগ আমাকে বলেন, আমি ব্যবস্থা নিব। সে বলতে পারে না। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে আটক করে অফিসের কক্ষে রাখা হয়। যেখানে আমাদের আনসার সদস্য আছে। তার বিরুদ্ধে আমি অভিযোগ লিখে প্রস্তুত করছি। দায়িত্বরত সেনাবাহিনীর কর্মকর্তার কাছে তাকে সোপর্দ করা হবে।

চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, দেশের এমন পরিস্থিতিতে আমি প্রশাসন ও সেনাবাহিনীর কর্মকর্তাকে বলেছি, আমার দলে হবে আগে শুদ্ধি অভিযান। আমার নাম বলেও কেউ পার পাবে না। আমাকে তথ্য দিবেন। দুষ্কৃতকারী কাউকে ছাড় দেয়া হবে না।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়