বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৬ জুলাই ২০২৪, ০০:০০

হাইমচরে দুটি রাসেলস্ ভাইপার সাপ উদ্ধার

মোঃ সাজ্জাদ হোসেন রনি ॥
হাইমচরে দুটি রাসেলস্ ভাইপার সাপ উদ্ধার

হাইমচর উপজেলায় ফসলি জমি থেকে ভয়ংকর বিষধর রাসেলস্ ভাইপার সাপ উদ্ধার করেছে এলাকাবাসী। শুক্রবার (৫ জুলাই) দুপুরে ৩নং দক্ষিণ আলগী ইউনিয়নের চরভাঙ্গা গ্রামের কমডেকা মাঠে কৃষক মিজানুর রহমান কাজী নামে এক ব্যক্তির ফসলি জমিতে সাপটির দেখা মিলে। পরে কৃষককে ছোবল দেয়ার জন্যে এগিয়ে আসলে তিনি সাপটিকে তৎক্ষণাৎ পিটিয়ে মেরে ফেলেন।

স্থানীয় কৃষক মিজানুর রহমান কাজী জানান, বিভিন্ন সময় ফেসবুকে রাসেলস্ ভাইপার সাপ দেখেছি। এবার বাস্তবে আমার ফসলি জমিতে এ সাপের দেখা মিললো। শুক্রবার দুপুর ১টায় গরুর জন্যে আমার ফসলি জমিতে ঘাস কাটতে গিয়ে দেখি সাপটি জমিতে পানির মধ্যে ছোটাছুটি করছে। সাপটি দেখে আমি আতঙ্কিত হয়ে পড়ি। পরে সাপটি আমাকে কামড় দেয়ার জন্যে তেড়ে আসলে লাঠিসোটা দিয়ে সাপটিকে পিটিয়ে মেরে ফেলি।

জানা গেছে, একইদিন বিকেলে নীলকমল ইউনিয়নের ঈশানবালা লঞ্চঘাটে মেঘনার জোয়ারে ভেসে আসে আরেকটি রাসেলস্ ভাইপার সাপ। পরে এলাকাবাসী সাপটি পিটিয়ে মেরে ফেলে। বাংলাদেশে বর্তমানে যেসব সাপ দেখা যায় সেগুলোর মধ্যে রাসেলস্ ভাইপার সবচেয়ে বিষাক্ত। এই সাপের কামড়ে শরীরের দংশিত অংশে বিষ ছড়িয়ে অঙ্গহানি, ক্রমাগত রক্তপাত, রক্ত জমাট বাঁধা, স্নায়ু বৈকল্য, চোখ ভারি হয়ে যাওয়া, পক্ষাঘাত ও কিডনির ক্ষতিসহ বিভিন্ন ধরনের শারীরিক উপসর্গ দেখা দেয়।

এ বিষয়ে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ একেএম আব্দুল্লাহ আল মামুন বলেন, রাসেলস্ ভাইপার সাপ লোকালয়ে সাধারণত খুব কমই দেখা যায়। বাচ্চা দেয়ার কারণে হয়তো ওই সাপটি লোকালয়ে চলে এসেছে। তবে সবাইকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাসেলস্ ভাইপারের ভ্যাক্সিন রয়েছে। যদি কাউকে এই সাপটি কামড় দেয়, তাহলে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে ভ্যাকসিন দেয়ার জন্য অনুরোধ করা হলো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়