প্রকাশ : ০৪ জুলাই ২০২৪, ০০:০০
চলেই গেলো বিদ্যুতে দগ্ধ কিশোরী ফাহিমা
রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনিস্টিটিউটের আইসিইউতে টানা ৮দিন চিকিৎসা শেষে পরপারে পাড়ি জমালেন কিশোরী ফাহিমা (১২)। এর আগে গত ২৪ জুন সোমবার দুপুরে নিজ ভাড়া বাসায় বিদ্যুতায়িত হয়ে দগ্ধ হন ফাহিমা। ঘটনাটি হাজীগঞ্জ পৌরসভাধীন প্রফেসর পাড়ার সানা ডাক্তারের বাসার তৃতীয় তলায়। এতে ফাহিমার শরীরের ৯০শতাংশ পুড়ে যায়। গত সোমবার (২ জুলাই) রাতে ফাহিমাকে দাফন করা হয়।
খোঁজ নিয়ে জানা যায়, সানা ডাক্তারের বাসার তৃতীয় তলার একটি ফ্লাটে ফাহিমা তার বাবা মায়ের সাথে বসবাস করতো। ওইদিন দুপুরে ঐ বাড়িতে বিকট শব্দ শুনে স্থানীয়রা দৌড়ে তৃতীয় তলার বারান্দায় ছুটে যান। এ সময় দেখা যায় ফাহিমার শরীর থেকে বিদ্যুতে দগ্ধ হওয়ার কারণে ধোঁয়া উঠছে। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে তাকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনিস্টিটিউটে রেফার করা হয়। স্থানীয়রা আরো জানান, বাসার সাথে হাই ভোল্টেজের বিদ্যুৎ লাইন রয়েছে। সেখান থেকেই দুর্ঘটনাবশত বিদ্যুৎস্পৃষ্টে হয়ে ফাহিমা দগ্ধ হন।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রশিদ জানান, দুর্ঘটনার বিষয়টি আমরা শুনেছি।