প্রকাশ : ০৪ জুলাই ২০২৪, ০০:০০
খালেদা জিয়ার মুক্তির দাবিতে চাঁদপুর জেলা বিএনপির সমাবেশ
কেনো আমরা হাসিনার সাথে পেরে উঠিনি তা ভেবে দেখতে হবে
-------------কেন্দ্রীয় নেতা মনিরুল হক চৌধুরী
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী বলেছেন, দেশের ৯০ ভাগ লোক বিএনপির পক্ষে। এদেশে এখন আর কেউ আওয়ামী লীগ করে না। এখন যারা আওয়ামী লীগে আছেন তারা থাকার জন্য আছেন। যেমন ছিলেন আজিজ ও বেনজির। থলের বিড়াল বের হতে শুরু করেছে, আরো নাম আসবে।
আজকের প্রোগ্রাম কোনো রাজনৈতিক প্রোগ্রাম নয়। এটি আমাদের এবং জাতির অস্তিত্বের প্রোগ্রাম। খালেদা জিয়া বেঁচে থাকলে দেশ থাকবে, আমরা থাকবো। দেশকে বাঁচাতে হলে হয় খালেদা জিয়াকে মুক্ত করবো নয় রাজপথে শহীদ হবো। ৩ জুলাই বুধবার বিকেলে চাঁদপুর শহরের চিত্রলেখা মোড়ে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে চাঁদপুর জেলা বিএনপি আয়োজনে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর জেলার সমাবেশে মনিরুল হক চৌধুরী আরো বলেন, আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কিছু বলতে চাই। বিএনপির উপর অনেক অত্যাচার করেছেন। বিএনপির প্রতিবাদী শক্তি জেগে উঠেছে। যে নেত্রী কোনোদিন কোনো নির্বাচনে ফেল করেননি, দেশের স্বার্থে কোনো আপস করেননি, সেই নেত্রীকে আপনি আটকে রেখেছেন।
তিনি বলেন, বিএনপি এতো আন্দোলন সংগ্রাম করেছে কিন্তু ফল পাচ্ছে না কেনো। কেনো আমরা হাসিনার সাথে পেরে উঠিনি, তা আমাদের ভেবে দেখতে হবে।
মনিরুল হক চৌধুরী প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, মুক্তিযুদ্ধ হয়েছিল একটি কারণে। আজকে আমাদের ভোটের অধিকার গেলো, কথা বলার অধিকার গেলো, এসবের জবাব কে দেবে। আমরা যার জন্য মুক্তিযুদ্ধ করেছিলাম তার কিছুই এ সরকার রাখেনি। মুক্তিযুদ্ধের সকল অর্জন এ সরকার ম্লান করে দিয়েছে।
তিনি আরো বলেন, চাঁদপুর জেলা হচ্ছে বিএনপির লালন ক্ষেত্র। শেখ ফরিদ আহমেদ মানিকের নেতৃত্বে চাঁদপুরবাসী যে আন্দোলন করছে, দলের প্রতিটি নেতা-কর্মীকে অভিনন্দন জানাই। আমি দলের কাছে অনুরোধ করবো। কর্মসূচি অব্যাহত রাখুন আমাদের বিজয় হবেই হবে।
চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সেলিমুস সালাম, সাংগঠনিক সম্পাদক হাজী মোশারফ হোসেন ও সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশনের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা ও ফরিদগঞ্জ উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক এমএ হান্নান, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আনোয়ার বাবলু, সহ-সভাপতি হুমায়ুন কবির প্রধান, এমএ শুক্কুর পাটওয়ারী, শরীফ মোঃ ইউনুছ, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন মাঝি, অ্যাডঃ জহির উদ্দিন বাবর, অ্যাডঃ সামছুল ইসলাম মন্টু, জেলা কৃষক দলের সভাপতি এনায়েত উল্যাহ খোকন, জেলা শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম বাদল, জেলা মহিলা দলের সহ-সভাপতি অ্যাডঃ কোহিনুর রশীদ, মতলবের বিএনপি নেতা এনামুল হক বাদল, আলমগীর হোসেন সরকার, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাসুদ মাঝি, জেলা ছাত্রদলের সভাপতি ইমাম হোসেন প্রমুখ।
এর আগে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিট থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হয়। হাইমচর, ফরিদগঞ্জ, শাহরাস্তি, কচুয়া, মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলা নেতৃবৃন্দ পৃথক ব্যানারে মিছিল নিয়ে সমাবেশে উপস্থিত হন। এ সময় ‘মুক্তি মুক্তি মুক্তি চাই, খালেদা জিয়ার মুক্তি চাই’ নেতা- কর্মীদের স্লোগানে কম্পিত হয়ে উঠে সমাবেশস্থল।
সমাবেশ মঞ্চে জেলা নেতৃবৃন্দের মধ্যে উপবিষ্ট ছিলেন জসিম উদ্দিন খান বাবুল, দেওয়ান মোঃ সফিকুজ্জামান, ফেরদৌস আলম বাবু, ডিএম শাহজাহান, অ্যাডঃ হারুনুর রশিদ, আফজাল হোসেন, আব্দুল কাদির বেপারী, হযরত আলী ঢালী, অ্যাডঃ মনিরা চৌধুরী, মাজহারুল ইসলাম শফিক (হাইমচর), শরিফ উদ্দিন পলাশ, মানিকুর রহমান মানিক, অ্যাডঃ নুরুল আমিন খান আকাশ, আবুল কালাম আজাদ, হাবিব ভূঁইয়া, আলী আহমদ কমিশনার, মজিবুর রহমান লিটন, মোস্তফা কামাল, মিজানুর রহমানসহ জেলা ও উপজেলা পর্যায়েরআরো অনেকে।