বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০১ জুলাই ২০২৪, ০০:০০

চাঁদপুরে এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথমদিন অনুপস্থিত ২১২ ॥ বহিষ্কার ৩

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥
চাঁদপুরে এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথমদিন অনুপস্থিত ২১২ ॥ বহিষ্কার ৩

এইচএসসি, আলিম, এইচএসসি ভোকেশনাল ও এইচএসসি বিএম পরীক্ষার প্রথমদিন চাঁদপুর জেলায় অনুপস্থিত ছিল ২১২ জন পরীক্ষার্থী। আর বহিষ্কার হয়েছে ৩ জন। বহিষ্কার তিনজনের মধ্যে ২জন আলিম, আর ১জন এইচএসসি পরীক্ষার্থী। অনুপস্থিত ২১২ জনের মধ্যে এইচএসসি ১৩৯ জন, আলিম ৭০ জন এবং এইচএসসি ভোকেশনাল ৩ জন। চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের শিক্ষা শাখা থেকে এই তথ্য জানা গেছে।

গতকাল রোববার একযোগে সারাদেশে এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষা শুরু হয়। প্রথমদিন এইচএসসি ছিল বাংলা ১ম পত্র, আলিম কুরআন মাজিদ, এইচএসসি ভোকেশনাল ও এইচএসসি বিএম শাখার ছিল বাংলা-২ বিষয়ের পরীক্ষা। চাঁদপুর জেলার ৫৩ কেন্দ্রে এই পরীক্ষা শুরু হয়। এইচএসসি বাংলা ১ম পত্রে চাঁদপুর জেলায় মোট পরীক্ষার্থী ছিল ১৫ হাজার ২০৪ জন। এর মধ্যে পরীক্ষা দিয়েছে ১৫ হাজার ৬৫ জন। অনুপস্থিত ছিল ১৩৯ জন। আলিম কুরআন মাজিদ বিষয়ে মোট পরীক্ষার্থী ছিল ২ হাজার ৫৭৯ জন। পরীক্ষায় অংশ নিয়েছে ২ হাজার ৫০৯ জন। অনুপস্থিত ছিল ৭০ জন। এইচএসসি বিএম শাখায় ৮৭৭ জনের মধ্যে ৩ জন অনুপস্থিত ছিল।

এদিকে গতকাল পরীক্ষার প্রথমদিন এইচএসসি পরীক্ষার্থী ১জন ও আলিম পরীক্ষার্থী ২ জন পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার হয়। মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ডিগ্রি কলেজ কেন্দ্রের এইচএসসি মানবিক বিভাগের পরীক্ষার্থী আঁখি রাণী সরকারকে (রোল- ৩৬৯২৪৩) বহিষ্কার করা হয়। একই উপজেলায় মতলব দারুল উলুম ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে কাচিয়ারা জামালিয়া আলিম মাদ্রাসার সাধারণ বিভাগের ছাত্রী সাজেদা আক্তারকে (রোল- ১৬৭৩৭৯) বহিষ্কার করা হয়। এছাড়া শাহরাস্তি উপজেলার ভোলদিঘি কামিল মাদ্রাসা কেন্দ্রে একই মাদ্রাসার সাধারণ বিভাগের ছাত্র মোঃ জোবায়ের হোসাইন সাব্বিরকে (রোল- ১৬৭৫২৬) বহিষ্কার করা হয়। পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এদের বহিষ্কার করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়