প্রকাশ : ৩০ জুন ২০২৪, ০০:০০
চাঁদপুর জেলা সমিতির ত্রিবার্ষিক সাধারণ সভা
গতকাল ২৯ জুন শনিবার সকাল ১১টায় চাঁদপুর জেলা সমিতির নিজস্ব কার্যালয় (চাঁদপুর ভবন, ১০৭ ডিআইটি রোড, মালিবাগ, ঢাকা)-এ সমিতির ৩০তম ত্রি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক একেএম ফজলুল হকের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক আলহাজ জি.এম. আতিকুর রহমান।
সভায় চাঁদপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডঃ আলহাজ নুরুল আমিন রুহুল, সংগঠানের সহ-সভাপতি লায়ন বেনজির আহমেদ, মোঃ সফিউল আলম স্বপন, মোহাম্মদ শহীদুল্লাহ, কোষাধ্যক্ষ মোঃ আরিফ উল্যাহ সরকার, যুগ্ম-সম্পাদক মোঃ শরীফ হোসেন পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক হারিছ মিয়া শেখ সাগর, কার্যনির্বাহী সদস্য আবু নঈম পাটোয়ারী দুলাল, নির্মল গোস্বামীসহ সংগঠনের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ঢাকাস্থ চাঁদপুর সমিতির ত্রিবার্ষিক সম্মেলনের ২য় অধিবেশনে পূর্বের কমিটি বিলুপ্ত করে জাতীয় শ্রমিক লীগের সহ-সভাপতি মোঃ হুমায়ুন কবীরের সভাপতিত্বে ৫১সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা দেয়া হয়। কমিটির নূতন সভাপতি হয়েছেন সফিউল আলম স্বপন, সাধারণ সম্পাদক হয়েছেন আলহাজ্ব জি.এম আতিকুর রহমান। আর কোষাধ্যক্ষ আলহাজ্ব শরীফ হোসেন পাটোয়ারী ও সাংগঠনিক সম্পাদক হারিছ মিয়া শেখ সাগর। সূত্র : দৈনিক জনকণ্ঠ অনলাইন।