বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ৩০ জুন ২০২৪, ০০:০০

চাঁদপুর বিতর্ক একাডেমির চলতি বছরের ১ম সেমিস্টারের শিক্ষা সমাপনী ও সনদ বিতরণ

বিতার্কিকরা যুক্তি দিয়ে আঘাত করে, অস্ত্র দিয়ে নয়

-------অতিরিক্ত জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান

সোহাঈদ খান জিয়া ॥
বিতার্কিকরা যুক্তি দিয়ে আঘাত করে, অস্ত্র দিয়ে নয়

গতকাল শনিবার বিকেলে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে চাঁদপুর বিতর্ক একাডেমির চলতি বছরের প্রথম সেমিস্টার (ফেব্রুয়ারি-মে সেমিস্টার ২০২৪)-এর শিক্ষা সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, ছাত্রজীবনে বিতর্ক করার সুযোগ হয় নি। বক্তৃতা করার বিষয়টিতে খুব ভয় পেতাম। সেই আমি এসব বিতার্কিকের বক্তব্য শুনে অনুপ্রাণিত হই। নিজে কিছু বলার সাহস পাই। তিনি বলেন, বিতর্ক পরমতসহিষ্ণু করে তোলে। বিতার্কিকরা কথা দিয়ে, যুক্তি দিয়ে প্রতিপক্ষকে আঘাত করে, অস্ত্র দিয়ে নয়। বিতার্কিকের যুক্তির আঘাত ফুলের আঘাতের ন্যায়। তিনি বিতর্কের জয় হোক, চাঁদপুর বিতর্ক একাডেমির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিকেডিএফ সভাপতি ও চাঁদপুর বিতর্ক একাডেমির প্রতিষ্ঠাতা রোটাঃ কাজী শাহাদাত। স্বাগত বক্তব্য রাখেন চাঁদপুর বিতর্ক একাডেমির অধ্যক্ষ ডাঃ পীযুষ কান্তি বড়ুয়া। অভিভাবকদের মধ্যে অনুভূতি প্রকাশ করেন শেখ খোদেজা বেগম, সোহরাব হোসেন, সামিয়া সুলতানা ও নূরে আলম, ছাত্র-ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন মরিয়ম মালেক, সামিয়া জাহান, প্রখর পীযূষ বড়ুয়া, জান্নাতুল মাইশা ও মারিয়া।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সিকেডিএফ-এর সহ-সভাপতি এএইচএম আহসান উল্লাহ ও কোষাধ্যক্ষ সেলিম রেজা। ফলাফল ঘোষণা করেন চাঁদপুর বিতর্ক একাডেমির প্রধান সমন্বয়কারী মোহাম্মদ হানিফ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওঃ আব্দুর রহমান গাজী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিকেডিএফ চাঁদপুর সদর উপজেলা শাখার সভাপতি মোঃ মাসুদুর রহমান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়