বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৯ জুন ২০২৪, ০০:০০

হাজীগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥
হাজীগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

হাজীগঞ্জে পুকুরের পানিতে ডুবে ওমর ফারুক (৫) ও মানিক (৬) নামের দুশিশুর মৃত্যু হয়েছে। আসর নামাজের পর থেকে বাড়ির লোকজন খুঁজে না পেয়ে বাড়ির পুকুরে জাল ফেলতে শুরু করে। রাত ৮টার পর পুকুরে ফেলা জালে উঠে আসে শিশুদের লাশ। উদ্ধারের পর পর শিশুদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

২৭ জুন বৃহস্পতিবার সন্ধ্যার পরে ঘটনাটি ঘটে হাজীগঞ্জ উপজেলার ৫নং সদর ইউনিয়নের সুহিলপুর গ্রামের হাওলাদার বাড়িতে। ফারুক ওই বাড়ির ওমর ফারুকের ছেলে ও মানিক একই বাড়ির মোহাম্মদ জুয়েলের ছেলে।

নিহতদের পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান ইউসুফ প্রধানীয়া সুমন জানান, শিশুরা আসরের আজানের কিছু পর বাড়ির সামনে খেলতে গিয়ে নিখোঁজ হয়। রাত ৮টা পর্যন্ত এলাকায় খোঁজ খবর নেয়া হয়। এর পরেই কৌতূহল বশত বাড়ির লোকজন পুকুরে জাল মারতে শুরু করে। প্রায় আধা ঘন্টা পরে একই জালে দুই শিশুর লাশ আটকে যায়। এর পরেই তাদেরকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক উভয়কে মৃত ঘোষণা করেন। হাজীগঞ্জ থানার ওসি (তদন্ত) মিন্টু দত্ত জানান, আমরা খবর পেয়ে পুলিশ পাঠিয়েছি।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ গোলাম মাওলা জানান, হাসপাতালে আনার অনেক আগেই শিশুরা মারা গেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়