বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৯ জুন ২০২৪, ০০:০০

চাঁদপুরে উৎসবমুখর পরিবেশে ওয়াইল্ডলাইফ অলিম্পিয়াড প্রতিযোগিতা

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥
চাঁদপুরে উৎসবমুখর পরিবেশে ওয়াইল্ডলাইফ অলিম্পিয়াড প্রতিযোগিতা

‘স্মার্ট তারুণ্য বাঁচাবে অরণ্য’ প্রতিপাদ্যে চাঁদপুরের বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে এই প্রথম জেলা ওয়াইল্ডলাইফ অলিম্পিয়াড প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ জুন) সকাল ১০টায় চাঁদপুর সরকারি কলেজ ক্যাম্পাসে প্রধান অতিথি হিসেবে জাতীয় সংগীতের মাধ্যমে বেলুন উড়িয়ে অলিম্পিয়াডের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ। সাসটেনেইবল ফরেস্ট এন্ড লাইভলিহুড (এসইউএফএএল) প্রকল্পের আওতায় এ প্রতিযোগিতার আয়োজন করে বন অধিদপ্তর।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-এর পরিচালক (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন) মোঃ আবদুর রহমান, শিক্ষা কর্মকর্তা রূপক রায়, চাঁদপুর জেলা বন কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম, অলিম্পিয়াডের জেলা সমন্বয়কারী আলম পলাশ এ সময় উপস্থিত ছিলেন। এরপর চাঁদপুর সরকারি কলেজের শহীদ রাজু ভবনের নিচ ও তৃতীয় তলায় ঘণ্টাব্যাপী ওয়াইল্ডলাইফ অলিম্পিয়াডের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

আলম পলাশের সঞ্চালনায় পরীক্ষা শুরুর পূর্বে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ বলেন, বন্যপ্রাণী ও বাস্তুতন্ত্র রক্ষা করা এখন কেবল দরকারই নয়, বরং অপরিহার্য হয়ে পড়েছে। তাই সব পেশার মানুষের এগিয়ে আসার পাশাপাশি শিক্ষার্থীদের সচেতন করতে ওয়াইল্ডলাইফ অলিম্পিয়াড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অলিম্পিয়াডের আয়োজনে যারা অংশ নিচ্ছে তারা উদীয়মান, উদ্যমী ও সংস্কৃতিমনা। তাদের হাত ধরেই রচিত হবে আগামীর বাংলাদেশের ইতিহাস। আগামীর বাংলাদেশ হয়ে উঠবে সবুজে পরিপূর্ণ।

সবশেষে কলেজ ক্যাম্পাসে আয়োজকদের পক্ষ থেকে গাছের চারা রোপণ করেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ। এ সময় ওয়াইল্ডলাইফ অলিম্পিয়াডের ভলান্টিয়াররা উপস্থিত ছিলেন। এরপর বন্যপ্রাণী, বন, জীব ও জীবিকার প্রয়োজনীয়তা ও গুরুত্ব বিষয়ে ষষ্ঠ শ্রেণি থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত শিক্ষার্থীদের নিয়ে ওয়াইল্ডলাইফ অলিম্পিয়াডের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উৎসবমুখর আয়োজনে প্রথমবারের মতো এ অলিম্পিয়াডে চাঁদপুর জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী দুটি ক্যাটাগরিতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

আলম পলাশ জানান, খুবই চমৎকার পরিবেশে এ প্রথম ওয়াইল্ডলাইফ অলিম্পিয়াড সম্পন্ন হয়েছে। পরীক্ষার ফলাফল ও পুরস্কর পরে প্রদান করা হবে এবং সময় জানিয়ে দেয়া হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়