বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৭ জুন ২০২৪, ০০:০০

চাঁদপুরে ওয়াইল্ডলাইফ অলিম্পিয়াড শুক্রবার

অংশ নিচ্ছে প্রায় ৮শ’ শিক্ষার্থী

অনলাইন ডেস্ক
চাঁদপুরে ওয়াইল্ডলাইফ অলিম্পিয়াড শুক্রবার

বন্যপ্রাণী সংরক্ষণ ও ব্যবস্থাপনা বিষয়ে কার্যক্রম বৃদ্ধির লক্ষ্যে বন অধিদপ্তর বিভিন্ন সময়ে নানা কর্মসূচি পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় টেকসই বন ও জীবিকা (সুফল) প্রকল্পের অধীনে দেশের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও সমমান পর্যায়ের শিক্ষার্থীদের ওয়াইল্ডলাইফ নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে ৬৪ জেলায় আয়োজন করা হয়েছে ওয়াইল্ডলাইফ অলিম্পিয়াড। চাঁদপুরে আগামী শুক্রবার ওয়াইল্ডলাইফ অলিম্পিয়াডে অংশ নিচ্ছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৮শ’ শিক্ষার্থী। সকাল ৯টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে এর উদ্বোধন করবেন জেলা প্রশাসক কামরুল হাসান। চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশের সভাপতিত্বে ও সাংবাদিক আলম পলাশের সঞ্চালনায় এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা ছাড়াও উপস্থিত থাকবেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান, জেলা বন কর্মকর্তা মোঃ তাজুল ইসলামসহ অন্যরা। দিনব্যাপী এই অলিম্পিয়াডের অংশ হিসেবে কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিও রাখা হয়েছে।

পূর্ব থেকে নিবন্ধিত দুটি ক্যাটাগরিতে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির সকল মাধ্যমিক, উচ্চণ্ডমাধ্যমিক, কারিগরি, মাদ্রাসা বা সমমান পর্যায়ের যে কোনো শিক্ষার্থী স্কুল/কলেজ ক্যাটাগরিতে এই অলিম্পিয়াডে অংশ নেবে। জেলা পর্যায়ের বিজয়ীদের নিয়ে ঢাকায় আয়োজিত হবে জাতীয় পর্যায়ের অলিম্পিয়াড। বিজয়ীদের জন্যে থাকবে লক্ষাধিক টাকার পুরস্কার।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়