প্রকাশ : ২৬ জুন ২০২৪, ০০:০০
ষষ্ঠ উপজেলা পরিষদের প্রথম সভায় যোগ দিতে আসছেন মেজর (অবঃ) রফিকুল ইসলাম
২০২৪ সালের ১৪তম সফরসূচিতে নিজ নির্বাচনী এলাকায় আসছেন স্থানীয় সংসদ সদস্য, মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার, সাবেক সফল স্বরাষ্ট্রমন্ত্রী মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম। সকাল ৭টায় তিনি ঢাকা থেকে শাহরাস্তি উপজেলার উদ্দেশ্যে রওনা দিয়ে সকাল ১১টা ১৫ মিনিটে উপজেলা পরিষদ মিলনায়তনে ৬ষ্ঠ উপজেলা পরিষদের প্রথম মাসিক সভায় যোগদান করবেন। উক্ত সভা থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব নেবেন সদ্য নির্বাচিত ইঞ্জিনিয়ার মুকবুল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার ও ভাইস-চেয়ারম্যান ইমদাদুল হক মিলন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর মাত্র কয়েক মাসের মধ্যে এটি তার ১৪তম সফরসূচি। কোনো সংসদ সদস্য হিসেবে নিজ নির্বাচনী এলাকায় স্বল্প সময়ে এতো সফরসূচি বিরল। একইদিন বিকেলে তিনি হাজীগঞ্জ-রামগঞ্জ-লক্ষ্মীপুর সড়কের রক্ষণাবেক্ষণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। অনুষ্ঠান শেষে তিনি ঢাকায় ফিরে যাবেন।