বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৬ জুন ২০২৪, ০০:০০

ফরিদগঞ্জে ৭ জুলাই নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান স্থগিত

ফরিদগঞ্জ ব্যুরো ॥
ফরিদগঞ্জে ৭ জুলাই নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান স্থগিত

এইচএসসি ও সমমান পরীক্ষার কারণে আগামী রোববার ৭ জুলাই জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি, চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের দুইবারের এমপি বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান ও সদ্য সমাপ্ত ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান খাজে আহমেদ মজুমদারকে নাগরিক সংবর্ধনা প্রদান অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। ২৫ জুন মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি, নারগিক সংবর্ধনা অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক ও পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী।

মেয়র বলেন, পূর্ব ঘোষিত সিদ্ধান্ত মোতাবেক ফরিদগঞ্জ উপজেলা সদরস্থ আবিদুর রেজা পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি, চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান ও ফরিদগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান খাজে আহমেদ মজুমদারকে নাগরিক সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান উদযাপনের প্রস্তুতি গ্রহণ, মাঠ পরিদর্শন, অনুষ্ঠান সফলভাবে বাস্তবায়নের সাথে সংশ্লিষ্ট সকলকে স্ব-স্ব দায়িত্ব ইতোমধ্যে বুঝিয়ে দেয়া হয়েছে।

তিনি আরো বলেন, ইতোমধ্যে আমরা জানতে পেরেছি এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ৩০ জুন থেকে অনুষ্ঠিত হচ্ছে। তাই নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান স্থগিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান আয়োজক কমিটির নেতৃবৃন্দের সাথে আলোচনা করে সুবিধাজনক সময়ে অনুষ্ঠান উদযাপনের সিদ্ধান্ত গ্রহণপূর্বক সবাইকে জানিয়ে দেয়া হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়