প্রকাশ : ২৬ জুন ২০২৪, ০০:০০
খালেদা জিয়ার সুস্থতা কামনায়
চাঁদপুর জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিলাদ ও দোয়া
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ২৫ জুন মঙ্গলবার বাদ জোহর চাঁদপুর জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আয়োজনে জেলা আইনজীবী সমিতির মসজিদে এ আয়োজন করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চাঁদপুর জেলা শাখার সভাপতি অ্যাডঃ শরিফ মাহমুদ ফেরদৌস শাহীন, সাধারণ সম্পাদক অ্যাডঃ এজেডএম রফিকুল হাসান রিপন, ফোরামের সদস্য সিনিয়র আইনজীবী অ্যাডঃ কামাল উদ্দিন আহমেদ, অ্যাডঃ জাহাঙ্গীর আলম, অ্যাডঃ দুলাল মিয়া, অ্যাডঃ জাকির হোসেন ফয়সাল, অ্যাডঃ আব্দুল্লাহিল বাকি, অ্যাডঃ নুরুল আমিন খান আকাশ, অ্যাডঃ আলম খান মঞ্জু, অ্যাডঃ আতিকুর রহমানসহ ফোরামের আইনজীবীসহ অন্য আইনজীবী এবং মুসল্লিগণ।