বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৫ জুন ২০২৪, ০০:০০

ট্রেনের টিকেট কালোবাজারি : চাঁদপুরে পোটার পারভেজ আটক

অনলাইন ডেস্ক
ট্রেনের টিকেট কালোবাজারি : চাঁদপুরে পোটার পারভেজ আটক

চাঁদপুরে ঈদ পরবর্তী চট্টগ্রাম অভিমুখে যাওয়ার ঈদ স্পেশাল ট্রেনের টিকেট কালোবাজারে ১৮০ টাকার টিকেট ৪০০ টাকায় বিক্রির সময় রেল কর্মচারী (পোটার) পারভেজ (২৮)কে জনতা হাতেনাতে আটক করে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যদের হাতে তুলে দিয়েছেন।

এ ঘটনার পর তাৎক্ষণিক স্টেশনে অবস্থানরত শত শত যাত্রী আটক পারভেজকে গনপিটুনি দিতে থাকে। এ সময় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর এ.এস.আই. শাহাদাত হোসেনের নেতৃত্বে হাবিলদার ইমাম হোসেন, নিরাপত্তা সদস্য কালাম, তারিকুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স পারভেজকে জনতার হাত থেকে উদ্ধার করে। পরবর্তীতে পারভেজকে রেলওয়ে থানায় নিয়ে যায়।

ঘটনাটি ঘটেছে শনিবার (২২জুন) দিনগত রাত অনুমান ৩টায় রেলওয়ে চাঁদপুর স্টেশন প্লাটফরমে। এ ঘটনায় রেলওয়ে নিরাপত্তা বাহিনী নিজেদের দপ্তরে ঘটনাটি লিপিবদ্ধ করে, যার সাধারণ ডায়েরী নাম্বার-৫১১, তারিখ ২৩-০৬-২০২৪। এছাড়া রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে চাঁদপুর রেলওয়ে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার বিবরণে জানা গেছে, চাঁদপুর স্টেশন মাস্টার শোয়াইবুল শিকদারের অধীনে কর্মরত পোটার পারভেজ বর্তমানে পিয়ন হিসেবে কাজ করছেন। স্টেশন মাস্টারের পিয়নের দায়িত্বে থাকার বিষয়টি পুঁজি করে ও চট্টগ্রাম বিভাগীয় সহকারী বাণিজ্যিক কর্মকর্তা মোঃ মেহেদী হাসানের চাঁদপুরের ব্যক্তিগত প্রতিনিধি বলে বুকিং অফিস থেকে চাপ প্রয়োগ করে টিকেট নিয়ে কালোবাজারে বিক্রি করার অভিযোগ উঠেছে।

চাঁদপুর স্টেশনে কর্মরত রেলওয়ের স্টাফ ও স্টেশনের দোকানিরা অভিযোগ করে জানান, পোটার পারভেজ স্টেশন মাস্টারের নাম ভাঙ্গিয়ে বুকিং কাউন্টার থেকে চট্টগ্রামগামী মেঘনা এক্সপ্রেস, সাগরিকা এক্সপ্রেস, ঈদ স্পেশাল ট্রেনের টিকেট নিয়ে নিজে এবং বিভিন্ন কালোবাজারি অসাধু ব্যক্তিদের মাধ্যমে বেশি দামে বিক্রি করে মোটা অংকের অর্থ হাতিয়ে নিচ্ছিল। যার প্রমাণ মেলেছে শনিবার দিনগত রাত অনুমান ৩টায়। পোটার পারভেজ শনিবার (২২ জুন) দিনের বেলায় চাঁদপুর স্টেশন মাস্টারের দপ্তরে দায়িত্ব পালন করে স্টেশন ত্যাগ করেন। শনিবার দিনগত রাত ৩টায় নিজের পরিচিত বুকিং ক্লার্কের কাছ থেকে স্টেশন মাস্টারের পিয়ন হিসেবে দাপট খাটিয়ে টিকেট নিয়ে নেন। সেই টিকেট নিজে এবং অন্য কালোবাজারিদের মাধ্যমে চট্টগ্রাম অভিমুখে যাওয়া ঈদ স্পেশাল-২ ট্রেনের যাত্রীদের কাছে ১৮০ টাকার পরিবর্তে ৪০০ টাকায় বিক্রি কালে স্টেশনে কর্মরত রেলওয়ে নিরাপত্তা বাহিনীর হাতে ধরা পড়ে আটক হয়েছে।

এ বিষয়ে লাকসামে কর্মরত, চাঁদপুরে টিকেট কালোবাজারি হয় কিনা তা পরিদর্শনে আসা টিটিই ইনিসপেক্টর আমিনুল হক ও চাঁদপুর স্টেশন মাস্টার শোয়াইবুল শিকদার জানান, এ ঘটনাটি আমাদের সামনেই ঘটেছে। আমরা জানতে পেরেছি পোটার পারভেজ টিকেট কালোবাজারে বিক্রিকালে আটক হয়। বিষয়টি আমরা চট্টগ্রাম বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছি। এ বিষয়টি যেন মামলায় না গড়ায় সেটি দেখছি। তার অপরাধের জন্যে ডিপার্টমেন্টালি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুদ আলম জানান, টিকেট কালোবাজারে বিক্রিকালে একজনকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা আটক করে অভিযোগ দিয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে। সূত্র : আলোকিত বাংলাদেশ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়