প্রকাশ : ২৫ জুন ২০২৪, ০০:০০
বাবুরহাটে সরকারি জায়গায় সিএনজি অটোরিকশা স্ট্যান্ড বসিয়ে চাঁদা আদায়
চাঁদপুর সদর উপজেলার বাবুরহাট বাজারে সিএনজি অটোরিকশা স্ট্যান্ড বসিয়ে চাঁদা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। একটি সংঘবদ্ধ চক্র এই চাঁদাবাজি করছে।
জানা যায়, বাবুরহাট-মতলব-পেন্নাই সড়কের চেরাগ আলী মার্কেটের সামনে সড়ক ও জনপথ বিভাগের জায়গায় অটোরিকশা বসিয়ে টাকা হাতিয়ে নেয়া হচ্ছে। এ স্ট্যান্ড থেকে প্রতিদিন যেসব জায়গায় অটোরিকশাগুলো যাত্রী নিয়ে আসা যাওয়া করে সে স্থানগুলো হচ্ছে : বাবুরহাট-মুন্সীরহাট, বাবুরহাট-বটুর বাজার ও বাবুরহাট- সফরমালী। এসব স্থান থেকে প্রতিদিন শতাধিক সিএনজি অটোরিকশা আসা-যাওয়া করে। সিএনজি অটোরিকশা স্ট্যান্ড সড়কের পাশে হওয়ায় প্রতিদিন এখানে যানজট লেগে থাকে। কিন্তু জনদুর্ভোগ লাঘবে কেউ এগিয়ে আসে না। যানজটের কবলে পড়ে মানুষজন অতিষ্ঠ হয়ে গেছে।
প্রতিটি সিএনজি অটোরিকশাকে স্ট্যান্ডে চাঁদা হিসেবে টাকা দিয়ে এখান থেকে চলাচল করতে হয়। কিন্তু সরকারিভাবে নির্ধারিত কোনো স্ট্যান্ড না থাকায় সড়ক ও জনপথের জায়গাকে স্ট্যান্ড বানিয়ে টাকা আদায় করে স্থানীয় প্রভাবশালীরা। নিরূপায় হয়ে অটোরিকশা চালকরা তাদের দাবিকৃত টাকা দিতে হয়। না হলে পরদিন স্ট্যান্ডে গাড়ি রাখতে পারে না।
জানা যায়, স্থানীয় কাউছার মালের নির্দেশে ইয়াসিন মাল সিএনজি অটোরিকশা থেকে টাকা উত্তোলন করে থাকেন। আর এ টাকা তারা ২/৩ জনে ভাগ-বাঁটোয়ারা করে নেন। এভাবে দীর্ঘদিন ধরে সিএনজি অটোরিকশা থেকে টাকা উত্তোলন করলেও ভয়ে কেউ মুখ খুলে কথা বলতে সাহস পাননি। ১০০ গজের মধ্যে ট্রাফিক পুলিশের অবস্থান হওয়া সত্ত্বেও এ বিষয়ে তারা নীরবতা পালন করে আসছে। এ ব্যাপারে সচেতন মহল প্রশাসনের দৃষ্টি কামনা করেন।