প্রকাশ : ২৫ জুন ২০২৪, ০০:০০
দুই বিদ্যালয়ে দুই সদস্যের হ্যাট্রিক জয়
বিদ্যালয় বা কলেজগুলোতে ম্যানেজিং কমিটি গঠন রীতিতে পরিণত হয়ে গেছে। এই সকল কমিটি স্থানভেদে সমঝোতা কিংবা অভিভাবকদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে গঠন করা হয়ে থাকে। তবে কমিটি গঠনে নির্বাচনকেই বেছে নেন বেশিরভাগ প্রতিষ্ঠান। এই সকল নির্বাচনে অনেক প্রার্থী বিজয়ী হয়ে এক মেয়াদের পর আর দ্বিতীয় মেয়াদে খুঁজে পাওয়া যায় না। যারা নির্বাচিত হয়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়ান তারাই ঠিক অভিভাবকদের কাছে মূল্যায়িত হন। অভিভাবকদের কাছে বারবার মূল্যায়িত হওয়া সে রকম দু’জন হলেন রাধা কান্ত দাস রাজু ও মোঃ হোসেন মোল্লা প্রকাশ আর্মি লিটন। এর মধ্যে রাধা কান্ত দাস রাজু ৪ বার আর মোঃ হোসেন মোল্লা লিটন ৩ বার অভিভাবকদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছেন।
খোঁজ নিয়ে জানা যায়, হাজীগঞ্জের বলাখাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয় থেকে অভিভাবক সদস্য পদে ৪ বার নির্বাচিত হয়েছেন রাধা কান্ত দাস রাজু। গড়ে প্রায় ৯শ’ শিক্ষার্থীর বিদ্যালয়টিতে বারবার অভিভাবক সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। সর্বশেষ গত ১৭ জুন উক্ত বিদ্যালয়ে অভিভাবক সদস্য পদে অনুষ্ঠিত নির্বাচনে রাধা কান্ত দাস রাজু প্রথম প্রার্থীর চেয়ে মাত্র ৩ ভোট কম পেয়ে দ্বিতীয় হন। এর আগে তিনি একই বিদ্যালয় থেকে ২০১৭-২০১৮, ২০১৯-২০২০ ও ২০২২-২০২৩ সালে অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী হন।
খোঁজ নিয়ে জানা যায়, রাধা কান্ত দাস রাজু বিদ্যালয়ে শিক্ষার্থীদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করে থাকেন। এতিম শিক্ষার্থীদের বেতন নিজ থেকে দেয়া, কাগজ কলম, গাইড বই কিনে দেয়া, প্রয়োজনভেদে প্রাইভেট পড়ানো, ফরম পূরণের টাকা ও টিফিনের ব্যবস্থা করে দেন। তুলনামূলক গরিব, দুঃস্থ কিংবা মেধাবী শিক্ষার্থীদের সবাইকে কাগজ কলম, টিফিনসহ নানা সহযোগিতা তিনি করে থাকেন। এ ছাড়া তিনি নিজ খরচে বহু এতিম মেয়েকে পড়ান। তিনি একজন সফল ও প্রতিষ্ঠিত মৎস্য ব্যবসায়ী হিসেবে বহু আগেই প্রতিষ্ঠা লাভ করেছেন।
অপরদিকে বাকিলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সদস্য পদে তিনবার নির্বাচিত হয়েছেন মোঃ হোসেন মোল্লা আর্মি লিটন। চাকুরি জীবন শেষ করে নিজ এলাকায় ফাস্ট ফুডের ব্যবসার পাশপাশি তিনি সামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। গত ২২ জুন বাকিলা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য পদে অনুষ্ঠিত নির্বাচনে তিনি শতাধিক ভোটের বেশি ব্যবধানে বিজয়ীদের মধ্যে প্রথমজন। এর আগে তিনি একই বিদ্যালয়ে সদস্য পদে নির্বাচনে ২০১৯-২০২০, ২০২২-২০২৩ নির্বাচিত হন। মোঃ হোসেন মোল্লা ওরফে আর্মি লিটন বাকিলা উচ্চ বিদ্যালয়ে গরিব দুঃস্থ শিক্ষার্থীদের সর্বদিক দিয়ে সহায়তা করেন। স্কুল ব্যাগ কিনে দেয়া, ড্রেস তৈরি করে দেয়া, বছরের কাগজ কলম একত্রে কিনে দেয়া, সময়ভেদে শিক্ষার্থীদের টিফিন কিনে দেয়া, প্রাইভেট পড়ানো, ফরম পূরণে সহায়তা করাসহ নানান সমস্যার সমাধান করেন। এভাবেই এই দুই অভিভাবক সদস্য শিক্ষার্থীদেরকে সহযোগিতা করে সকলের মন জয় করে বারবার নির্বাচিত হচ্ছেন, যা অন্যদের জন্য অনুকরণীয় হতে পারে।