বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৫ জুন ২০২৪, ০০:০০

বাবুরহাটে জৈনপুর এক্সপ্রেস ও জৈনপুর পরিবহনের কারণে যানজট ও জনদুর্ভোগ

সরকারি জায়গায় স্ট্যান্ড দিয়ে হাতিয়ে নেয়া হচ্ছে লাখ টাকা

সোহাঈদ খান জিয়া ॥
বাবুরহাটে জৈনপুর এক্সপ্রেস ও জৈনপুর পরিবহনের কারণে যানজট ও জনদুর্ভোগ

ঢাকা-বাবুরহাট রূটে চলাচলকারী যাত্রীবাহী বাস জৈনপুর এক্সপ্রেস ও জৈনপুর পরিবহন যেনো নিয়মণ্ডনীতির তোয়াক্কা করছে না। রাস্তার পাশজুড়ে সরকারি জায়গায়ই যেনো তাদের স্ট্যান্ড। রাস্তার পাশজুড়ে সারিবদ্ধভাবে বাস স্টপেজ করে রাখায় বাবুরহাট-মতলব-পেন্নাই সড়কে সবসময় যানজট লেগে থাকে। এতে যাত্রী সাধারণ চরম ভোগান্তিতে পড়ে।

চাঁদপুর শহরের অদূরে বাবুরহাট বাজারের অবস্থান। এ বাজারে পূর্ব পাশে তিন সড়কের মোড়। এ মোড় দিয়ে উত্তর দিকে গেছে বাবুরহাট-মতলব-পেন্নাই সড়ক। পেন্নাই সড়কের মোড়ে সরকারি জায়গায় জৈনপুর এক্সপ্রেস ও জৈনপুর পরিবহন স্ট্যান্ড। এ স্ট্যান্ডের কারণে বাবুরহাট-মতলব-পেন্নাই সড়কের প্রবেশ মুখে লেগে থাকে দীর্ঘ যানজট। যানজটের কবলে পড়ে যাত্রীরা পোহাচ্ছে চরম ভোগান্তি। অপরদিকে সরকারি জায়গায় স্ট্যান্ড বসিয়ে কিছু লোক মাসে মাসে লাখ টাকা হাতিয়ে নেয়। কিন্তু যানজট নিরসনে নেই কারো মাথা ব্যথা। অনেক সময় রোগী নিয়ে যাওয়া গাড়িগুলো যানজটের কবলে পড়ে সময়ক্ষেপণ করে হাসপাতালে গিয়ে পৌঁছাতে হয়। এতে করে রোগীর অবস্থা আরো বেশি খারাপ হয়ে উঠে।

সোমবার সরেজমিনে গিয়ে দেখা যায়, চাঁদপুর-মতলব-বাবুরহাট-পেন্নাই সড়কের বাবুরহাটে রাস্তার দুপাশে রাস্তা দখল করে অবৈধভাবে জৈনপুর এক্সপ্রেস ও জৈনপুর পরিবহন বাসগুলো দীর্ঘ সময় দাঁড় করিয়ে যাত্রী নিচ্ছে। এছাড়াও জৈনপুর বাসের নির্ধারিত স্ট্যান্ড না থাকায় বাবুরহাটে সড়ক বিভাগের জায়গা অবৈধভাবে দখল করে বাসস্ট্যান্ড ও কাউন্টার বসিয়ে টিকেটের মাধ্যমে যাত্রী উঠাচ্ছে। এতে এ স্থানের একটি অংশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে থাকে।

জানা যায়, বাবুরহাট-মতলব রোডে এই বাসস্ট্যান্ড নিয়ন্ত্রণ করে মাসুদ মাল ও কাউছার মাল। সরকারি জায়গায় স্ট্যান্ড বসিয়ে তারা প্রতি মাসে আয় করে নিচ্ছে লক্ষাধিক টাকা।

এই স্ট্যান্ডের কারণে সড়কে দীর্ঘ লাইনে যানবাহন থাকায় ছোট-বড় ধরনের যানবাহন চলাচল ব্যাহত হয়। বিশেষ করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল থেকে ঢাকা রেফার করা রোগীদেরকে অ্যাম্বুলেন্সযোগে ঢাকা নেয়ার জন্যে বাবুরহাটে এসে দীর্ঘ সময় যানজটের কবলে পড়ে অনেক রোগীর অবস্থা খারাপ হয়ে যায়। এদিকে পথচারী হাঁটার রাস্তা বন্ধ করে দিয়ে দুটি পরিবহন বাসের টিকেট কাউন্টার বসিয়েছে। অন্যদিকে নির্ধারিত কোনো স্ট্যান্ড না থাকায় সন্ধ্যার পরে বাসগুলো মতলব-পেন্নাই সড়ক ও কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের পাশ দখল করে বাস দাঁড় করিয়ে রাখে। এতে করে রাতে বড় ধরনের দুর্ঘটনা হতে পারে। এই সড়কে ট্রাফিক পুলিশ থাকলেও তাদেরকে ডিউটি করতে দেখা যায় বাবুরহাট তিন রাস্তার মোড়ে।

ঢাকা থেকে আসা ট্রাক চালক সুমন বলেন, এই সড়কে প্রায়ই দেখি জৈনপুর বাস বাবুরহাট ও মুন্সীহাটে রাস্তায় দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করে। এতে করে যানজটের সৃষ্টি হয়।

মতলব দক্ষিণ উপজেলার মুন্সীরহাট এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক ক’জন দোকানদার বলেন, জৈনপুর এক্সপ্রেস ও জৈনপুর পরিবহনের বাসগুলো দীর্ঘসময় রাস্তার পাশে দাঁড় করিয়ে রেখে যাত্রী ওঠানোর কারণে তীব্র যানজট লেগে থাকে। যানজটের কারণে আমাদের চলাচল করতে অনেক সমস্যা হয়।

বাবুরহাট এলাকার ক’জন নাম প্রকাশ না করার শর্তে বলেন, সড়ক বিভাগের জায়গা দখল করে কিছু প্রভাবশালী লোক নিজেদের জায়গা দাবি করে জৈনপুর কোম্পানির কাছ থেকে প্রতিমাসে দুস্থানের জায়গা ভাড়ার নামে প্রায় লাখ টাকা হাতিয়ে নেয়। এখানে যদি এই অবৈধ বাসস্ট্যান্ড না থাকতো তাহলে এভাবে দীর্ঘ যানজটের সৃষ্টি হতো না। রোগী নিয়ে অ্যাম্বুলেন্স ও অন্য গাড়িগুলো প্রায় সময় আটকা পড়ে থাকে।

নাম প্রকাশে অনিচ্ছুক জৈনপুরের বাসচালক বলেন, আমরা কোম্পানির গাড়ি চালাই। যেভাবে বলে ঠিক সে নিয়ম অনুযায়ী কাজ করে থাকি। এতে আমাদের কোনো দোষ নেই। আর আমরা যে জায়গায় গাড়ি স্টপেজ করে যাত্রী উঠাই সে জায়গা আমাদের কোম্পানি ভাড়া নিয়েছে। এর বেশি কিছু জানি না।

এ ব্যাপারে চাঁদপুর জেলা ট্রাফিক বিভাগের প্রধান টিআই মোঃ মাহফুজ মিয়া বলেন, রাস্তার পাশে এভাবে টার্মিনাল করা ঠিক নয়। রাস্তার পাশের টার্মিনালের কারণে যানজটের সৃষ্টি হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়