বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জে সংবাদকর্মীর কন্যাকে অপহরণ চেষ্টায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি ফরিদগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের
  •   লক্ষ্মীপুরে মাদকসহ বাবা ও দুই ছেলে আটক
  •   চাঁদপুর সদর মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামী আটক
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার

প্রকাশ : ২৪ জুন ২০২৪, ০০:০০

খালেদা জিয়ার সুস্থতা কামনায় চাঁদপুর জেলা বিএনপির মিলাদ, দোয়া ও মোনাজাত

স্টাফ রিপোর্টার ॥
খালেদা জিয়ার সুস্থতা কামনায় চাঁদপুর জেলা বিএনপির মিলাদ, দোয়া ও মোনাজাত

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে চাঁদপুরে মিলাদ, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। ২৩ জুন রোববার বাদ আছর চাঁদপুর জেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ে এই মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সহ-সভাপতি মাহবুব আনোয়ার বাবলু, জসিম উদ্দিন খান বাবুল, সাংগঠনিক সম্পাদক মুনীর চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সাধারণ সম্পাদক অ্যাডঃ হারুনুর রশিদসহ জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এই মিলাদ ও দোয়ায় অংশ নেন।

অনুষ্ঠানে খালেদা জিয়ার রোগ মুক্তিতে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চাঁদপুর জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক মাওলানা বিন ইয়ামিন ও পৌর ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মান্নান।

দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, জেলা বিএনপির কোষাধ্যক্ষ আঃ কাদির বেপারী, দপ্তর সম্পাদক হযরত আলী ঢালী, জেলা শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক অ্যাডঃ নূরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, সিনিয়র সহ-সভাপতি আক্তার হোসেন সাগর, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল পাটওয়ারী, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ভূঁইয়া, বিএনপি নেতা মীর আনোয়ার হোসেন বাচ্চু, মোহাম্মদ আলী খান, দ্বীন মোহাম্মদ জিল্লু, যুবদল কেন্দ্রীয় সদস্য দেওয়ান জুয়েল, পৌর যুবদলের আহ্বায়ক শাহজাহান কবির খোকা, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসমাইল পাটওয়ারীসহ অন্যান্য নেতৃবৃন্দ। দোয়া মাহফিল শেষে তবররুক বিতরণ করা হয়।

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে শুক্রবার রাত তিনটায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। সেখানে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রেখে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তাঁকে চিকিৎসা দেয়া হচ্ছে বলে চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এজেএম জাহিদ হোসেন জানিয়েছেন।

৭৯বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর্থ্রাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন।

তাঁর সুস্থতা কামনায় কেন্দ্রীয়ভাবে বিএনপি সারাদেশে দোয়া ও মিলাদ মাহফিল কর্মসূচি ঘোষণা করে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর জেলা বিএনপি দলীয় কার্যালয়ে এই দোয়ার আয়োজন করে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়