বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৪ জুন ২০২৪, ০০:০০

মেঘনায় বালুবাহী বাল্কহেডে অভিযান ॥ গ্রেপ্তার ২৩

স্টাফ রিপোর্টার ॥
মেঘনায় বালুবাহী বাল্কহেডে অভিযান ॥ গ্রেপ্তার ২৩

চাঁদপুরে মেঘনা নদীতে বালুবাহী নৌযানে অভিযান চালিয়ে সার্ভে সনদ না থাকাসহ নিষিদ্ধ সময়ে দ্রুতগতিতে বাল্কহেড চালানোর অপরাধে ২৩ জনকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। ২৩ জুন রোববার দুপুরে এ তথ্য জানান চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মুনিরুজ্জামান।

গ্রেপ্তারকৃতরা হলেন-বাল্কহেডের সুকানি মোঃ শাহীন (৩২), মোঃ দিদার (২২), মোঃ শরিফ (৩২), সোহেল (৩০), মাঈন উদ্দিন (২৮), মোঃ শহিদুল (৪২), মো. আরিফুল হোসেন (৩৩), মোঃ শহিদুল ইসলাম (৫০), মোঃ আল আমিন (৩৮), আমির হোসেন গাজী (৬৫), মোঃ স্বপন (২৮), মোঃ গিয়াস উদ্দিন (২৮), মোঃ ফিরোজ (২৭), মোঃ মিজান (৩৫) ও মোঃ সুমন (২৮), মোঃ আলী আকরাম (২০), মোঃ মোস্তফা (৪২) স্বপন (৪৬), আবু জাহের (৫৬), মোঃ মামুন (২৫), মোঃ আলম (৩৫), শাহীন হোসেন (২৭) ও জাকির হোসেন (৪৮)। এদের বাড়ি নোয়াখালী, লক্ষ্মীপুর, ভোলা, পিরোজপুর, পটুয়াখালী, চাঁদপুর ও বরগুনা জেলার বিভিন্ন এলাকায়।

নৌ থানার ওসি মনিরুজ্জামান জানান, শনিবার সকাল থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় থানার উপ-পরিদর্শক (এসআই) ময়নাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ মেঘনা নদীর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের মিনি কক্সবাজার নামক এলাকায় ১৫টি বাল্কহেডে অভিযান পরিচালনা করেন। এ সময় বাল্কহেডের সার্ভে সনদ ঝুলিয়ে না রাখা, রেজিস্ট্রেশন নাম্বার প্রকাশ্য স্থানে উৎকীর্ণ না করা ও সুকানি যোগ্যতা সনদ না থাকায় এবং নিষিদ্ধ সময়ে নৌপথে বেপরোয়া গতিতে বাল্কহেড চালানোর অপরাধে এদেরকে গ্রেপ্তার করা হয়। ওসি আরও জানান, গ্রেপ্তারকৃত ১৪ জনের বিরুদ্ধে অভ্যন্তরীণ নৌ চলাচল অধ্যাদেশ আইনে মেরিন আদালতে প্রসিকিউশন দাখিল এবং বাকি ৯ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নৌপথের নিরাপত্তায় গত ১৩ জুন থেকে ২৩ জুন পর্যন্ত বাল্কহেড চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে বিআইডব্লিউটিএ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়