বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৩ জুন ২০২৪, ০০:০০

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে দেশব্যাপী

আজ শুরু হচ্ছে শিল্পকলা প্রতিযোগিতা ২০২৪

স্টাফ রিপোর্টার ॥
আজ শুরু হচ্ছে শিল্পকলা প্রতিযোগিতা ২০২৪

বাংলাদেশ শিল্পকলা একাডেমির সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে দেশব্যাপী শিল্পকলা প্রতিযোগিতা-২০২৪ শুরু হয়েছে। আজ ২৩ জুন রোববার এবং কাল ২৪ জুন সোমবার সকাল ৯টা থেকে জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এ প্রতিযোগিতা। প্রতিযোগিতার বিভাগ সমুহ (সকল বিষয়ের জন্যে) : ক বিভাগ-১ম শ্রেণি থেকে ৫ম শ্রেণি অথবা সর্বোচ্চ ১১ বছর, খ বিভাগ- ৬ষ্ঠ শ্রেণি থেকে ১০ম শ্রেণি অথবা সর্বোচ্চ ১৭ বছর এবং গ বিভাগ- একাদশ শ্রেণি থেকে স্নাতকত্তর অথবা ২৫ বছর পর্যন্ত। প্রতিযোগিতার বিষয় সমুহ : রবীন্দ্র সঙ্গীত, নজরুল সঙ্গীত, গণজাগরণের গান/দেশাত্মবোধক/ভাষার গান/মুক্তিযুদ্ধ ভিত্তিক/ বঙ্গবন্ধুকে নিয়ে গান/ গণসঙ্গীত, লোকসঙ্গীত, সাধারণ নৃত্য/ সৃজনশীল নৃত্য, লোক নৃত্য, শাস্ত্রীয় নৃত্য, একক আবৃত্তি (কবিতা/ছড়া), একক অভিনয় (কবিতা ছোটগল্প ও নাটক) এবং চিত্রাঙ্কন (উন্মুক্ত মাধ্যম ও বিষয়)।

অংশগ্রহণের নিয়মাবলি হচ্ছে : একজন অংশগ্রহণকারী অর্থাৎ একজন প্রতিযোগী ৩টি বিষয়ে অংশগ্রহণ করতে পারবে। প্রতিযোগীদের জন্মসনদ/জাতীয় পরিচয়পত্র এবং সদ্য তোলা ৩ কপি পাসপোর্ট সাইজের ছবি সাথে আনতে হবে। নিবন্ধনের শেষ তারিখ ২২ জুন ২০২৪ বিকেল ৪টা পর্যন্ত। নিবন্ধন ফরম চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি পেইজে পাওয়া যাবে। ৬৪ জেলা ও ঢাকা মহানগর পর্যায়ে ১ম স্থান অধিকারীদের নিয়ে ঢাকায় চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানতে জেলা শিল্পকলা একাডেমিতে সরাসরি উপস্থিত হয়ে তথ্য সংগ্রহের জন্যে অনুরোধ জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়