বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২২ জুন ২০২৪, ০০:০০

২৬ জুন থেকে বঙ্গবন্ধু আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট শুরু

চৌধুরী ইয়াসিন ইকরাম ॥
২৬ জুন থেকে বঙ্গবন্ধু আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট শুরু

আগামী ২৬ শে জুন বুধবার থেকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে চাঁদপুরে শুরু হচ্ছে বঙ্গবন্ধু আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট।

চাঁদপুর স্টেডিয়ামে উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করবে হাজীগঞ্জ ডিগ্রি কলেজ বনাম ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজ। এই টুর্নামেন্ট অংশ নিয়েছে ৮টি কলেজ। কলেজগুলো হচ্ছে : চাঁদপুর সরকারি কলেজ, মেহের ডিগ্রি কলেজ, হাজীগঞ্জ ডিগ্রি কলেজ, মতলব সরকারি ডিগ্রি কলেজ, ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজ, হাইমচর সরকারি মহাবিদ্যালয়, কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজ ও ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজ। নকআউট পদ্ধতিতে খেলাগুলো অনুষ্ঠিত হবে। উচ্চ মাধ্যমিক ও সমপর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

গত বুধবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান, পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) সুদীপ্ত রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহম্মেদ, ৮টি উপজেলার উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব, জেলা ক্রীড়া অফিসার মোঃ তারিকুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মোহাম্মদ মোর্শেদ, জেলা স্কাউটসের সহকারী পরিচালক পূরবী সরকার, অংশগ্রহণকারী কলেজের অধ্যক্ষবৃন্দ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকসহ জেলা ক্রীড়া সংস্থার বিভিন্ন কর্মকর্তা। জেলা প্রশাসক সকলের সম্মুখে লটারীর মাধ্যমে খেলার সূচি তৈরি করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়