বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২২ জুন ২০২৪, ০০:০০

নদীতে গোসলে নেমে স্ত্রীর সামনে ডুবে গেলেন স্বামী

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥
নদীতে গোসলে নেমে স্ত্রীর সামনে ডুবে গেলেন স্বামী

চাঁদপুরের মেঘনা নদীতে স্বামী-স্ত্রী একসাথে গোসলে নেমে চোখের সামনে তীব্র স্রোতের তোড়ে ডুবে গেলেন স্বামী জহিরুল ইসলাম (৩০)। এ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল ৭টায় চাঁদপুর শহরের বড়স্টেশন লঞ্চঘাট এলাকায়। খবর পেয়ে ঘটনার কিছুক্ষণ পরই বিআইডাব্লিউটিএ ও নৌ ফায়ার সার্ভিসের একাধিক ডুবুরি দল নিখোঁজ জহিরুলের লাশের সন্ধানে অভিযান শুরু করে।

নিখোঁজ জহিরের বাড়ি বরিশাল জেলায়। সে তার স্ত্রী ও দু সন্তান নিয়ে বড়স্টেশন মেঘনাপাড়ে ভাড়া বাসায় থাকতেন। জহির কখনো অটোবাইক চালাতেন আবার কখনো লঞ্চঘাটে বাদাম বিক্রি করতেন।

নিখোঁজ জহিরের ভাই নজরুল ইসলাম বলেন, আমার ভাই সাঁতার জানতেন। এ জন্যে প্রতিদিন এখানে গোসল করতেন। আজ তার স্ত্রী মনিরা বেগমসহ গোসল করতে নেমে আর উঠেনি। আমরা ধারণা করছি, নদীর তীব্র স্রোতে সে ডুবে গেছে।

চাঁদপুর নৌ ফায়ার সার্ভিসের ইনচার্জ মোসলেম মিয়জী বলেন, আমরা সকাল সাড়ে ৭টায় খবর পেয়ে ডুবুরি দল নিয়ে তার লাশ উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছি। কিন্তু নদীর তীব্র স্রোতে তার লাশ সন্ধান করা কষ্ট হচ্ছে। সকাল ১০টা পর্যন্ত জহিরের লাশের সন্ধান করেও পাওয়া যায়নি। এদিকে এ ঘটনার পর সেখানে বসবাসরত শত শত নারী-পুরুষ-শিশু ভিড় করে। নদী পাড়ে মা, ভাই ও স্ত্রী-সন্তানরা জহিরকে হারিয়ে আহাজারি শুরু করে। স্থানীয়রা বলেন, মেঘনার এই তীব্র স্রোতে গোসলে নামাটাই ঠিক হয়নি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়