বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২২ জুন ২০২৪, ০০:০০

বর্ণিল আয়োজনে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ চাঁদপুর-এর প্রথম শিক্ষার্থী পুনর্মিলনী সম্পন্ন

হাসান খান মিশু ॥
বর্ণিল আয়োজনে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ চাঁদপুর-এর প্রথম শিক্ষার্থী পুনর্মিলনী সম্পন্ন

বর্ণিল আয়োজনে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ চাঁদপুর-এর প্রাক্তন শিক্ষার্থী পুনর্মিলনী-২০২৪ ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ জুন) দিনভর বাবুরহাট মডেল টাউনে কলেজটির বাবুরহাট ক্যাম্পাসে এ পুনর্মিলনীর আয়োজন করা হয়।

অনুষ্ঠানকে কেন্দ্র করে মুখরিত হয়ে উঠে কলেজ ক্যাম্পাস। কেউ এসেছিলেন সেজে, কেউবা সাধারণ পোশাকে। ২০১৬ সালে প্রতিষ্ঠার পর কলেজের আট বছরের শিক্ষার্থীদের সরব উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ তৈরি হয় পুরো ক্যাম্পাসে। রং-বেরঙের নানা উপকরণ দিয়ে সাজানো হয় পুরো অনুষ্ঠানস্থল। প্রিয় কলেজের জমকালো আয়োজনে মুগ্ধ ছিলো শিক্ষার্থীরা। সারাটা দিন তাদের মধ্যে ছিল হাসি, আনন্দ-উল্লাস। র‌্যালি, ক্রীড়া ও কনসার্টে এই অনুষ্ঠান মিলন মেলায় রূপ নেয়।

সকাল ১১টায় পায়রা উড়িয়ে পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন করেন ড্যাফোডিল পরিবারের সিইও ড. নুরুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল।

প্রতিষ্ঠানের চাঁদপুর শাখার অধ্যক্ষ শিবলী সাদিকের সভাপ্রধানে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক লিয়াজোঁ অফিসার ও ড্যাফোডিল পরিবারের সদস্য এমদাদুল হক মিলন। উপস্থিত ছিলেন ড্যাফোডিল পরিবারের সদস্য জাফর খান ও রুবেল খান।

শুভেচ্ছা বক্তব্য রাখেন সহকারী ভাইস প্রিন্সিপাল ফয়সাল ফরাজী ও কলেজের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের

সভাপতি রাসেল মিজি নয়ন এবং স্মৃতিচারণ করেন শিক্ষার্থী ফাতেমা আক্তার কেয়া।

অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালনায় ছিলেন কলেজের শিক্ষার্থী মোঃ শাহাদাত হোসেন গাজী, মেহজাবিন সুলতানা ও ফাইজা পাটওয়ারী। পুনর্মিলনী অনুষ্ঠানে কলেজের প্রায় সাতশ’ শিক্ষার্থীসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ ও শিক্ষকম-লী উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল বলেন, আমরা বিশ্বাস করি এই প্রতিষ্ঠানটি সারাদেশে সুনামের সাথে এগিয়ে যাবে। আগামীতে হয়তো এই কলেজের অনেক শিক্ষার্থী অধ্যয়নরত শিক্ষার্থীদের রোলমডেল হবে। এই প্রতিষ্ঠানটি যিনি সৃষ্টি করেছেন তিনি শুধু চাঁদপুরে নয়, সমগ্র দেশে আলো ছড়িয়ে বেড়াচ্ছেন। তাঁর অসামান্য অবদানে তিনি দেশের জন্যে সুনাম বয়ে আনছেন।

তিনি বলেন, এমন একটি সময় ছিল যখন চাঁদপুর সরকারি ও মহিলা কলেজ ব্যতীত ভালো কোনো প্রতিষ্ঠান ছিলো না। বর্তমানে এমন কোনো সমস্যা নেই।

তিনি চাঁদপুরের উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, গত সাড়ে তিন বছরে চাঁদপুর পৌরসভায় প্রায় ১শ’ কোটি টাকার উন্নয়ন কাজ করা হয়েছে। আমার নির্বাচনী ইশতেহারে ছিল চাঁদপুরকে নান্দনিক শহরে পরিণত করবো। ইতোমধ্যে চাঁদপুর পৌরসভা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

মেয়র জিল্লুর রহমান বলেন, আমার পূর্বে যিনি মেয়র ছিলেন, তিনি ১৫ বছরে ৬৮-৬৯ কোটি টাকার উন্নয়নমূলক কাজ করেছেন। সেই তুলনায় আমরা কিন্তু অনেক কাজ করেছি। মাত্র সাড়ে তিন বছরের মাথায় ১০০ কোটি টাকার উন্নয়ন কাজ করেছি। শুধু তাই নয়, আমরা অনেক পুরানো সাতান্ন কোটি টাকার দেনা নিয়ে পৌরসভার কাজ শুরু করেছিলাম। তারপরও ৩০-৩২ কোটি টাকা পরিশোধ করতে সক্ষম হয়েছি। আমরা বলছি না অনেক কিছু করছি। কিন্তু এতটুকু বলতে পারি, পৌরসভার দায়িত্ব নেওয়ার পর আমরা কাজগুলো ভালোভাবে শুরু করেছি। মেয়র বলেন, সামনে নির্বাচনের যে সময় আছে তার আগেই নির্বাচনী ইশতেহারের অধিকাংশ পূরণ করতে পারবো।

তিনি নতুন প্রজন্মের উদ্দেশ্যে বলেন, আমাদের সকলের কিন্তু একটা দায়িত্ব রয়েছে দেশের প্রতি। যাদের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীন বাংলাদেশ ভূখণ্ড পেয়েছি, বিশেষ করে যারা এই দেশ স্বাধীন করেছে তাদের প্রতি অবশ্যই সম্মান ও শ্রদ্ধাবোধ থাকতে হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়