বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৫ জুন ২০২৪, ০০:০০

জাতীয় প্রাথমিক শিক্ষা

জাতীয় পর্যায়ে দেশসেরা ফরিদগঞ্জের মালিহা ও জান্নাত

প্রবীর চক্রবর্তী ॥
জাতীয় পর্যায়ে দেশসেরা ফরিদগঞ্জের মালিহা ও জান্নাত

জাতীয় প্রাথমিক শিক্ষা পদকে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করলো ফরিদগঞ্জের দুই শিশু। এদের মধ্যে শ্রেষ্ঠ কাব শিশু (বালিকা) হিসেবে ফরিদগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী মাইশা মালিহা এবং দেবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী মিফতাহুল জান্নাত কবিতা আবৃত্তিতে (বালিকা) জাতীয় পর্যায়ে ১ম স্থান অর্জন করেছে।

গত ১০ জুন জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২৪ প্রতিযোগিতাটি ঢাকা পিটিআই'তে অনুষ্ঠিত হয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপিকা রুমানা আলী এই পদক তুলে দেন চ্যাম্পিয়ন শিক্ষার্থীদের হাতে।

ফরিদগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী মাইশা মালিহা একই প্রতিযোগিতায় জেলা পর্যায়ে গল্প বলা ইভেন্টে তৃতীয় এবং উপস্থিত বক্তৃতায় জেলায় প্রথম হয়ে চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করে। এছাড়া সে চিত্রাঙ্কন, আবৃত্তি, গান, অভিনয়, উপস্থাপনা এবং নেতৃত্বেও পারদর্শী। ফরিদগঞ্জ বাজারের ব্যবসায়ী মোঃ মনির হোসেন ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ফরিদা ইয়াসমিনের কন্যা মাইশা মালিহা ভবিষ্যতে আরো বড় কিছু হওয়ার স্বপ্ন দেখছে।

কবিতা আবৃত্তিতে জাতীয় পর্যায়ে ১ম স্থান অর্জন করা দেবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মিফতাহুল জান্নাত মূল পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহসিন তালুকদার ও দেবীপুর সপ্রাবির প্রধান শিক্ষক দিলরুবা বেগমের দ্বিতীয় সন্তান।

আগামীতে মাইশা মালিশা স্কাউটিং-এর সকল ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব বজায় রাখা এবং মিফতাহুল জান্নাত দেশের সেরা আবৃত্তি শিল্পী হওয়ার পাশাপাশি দুইজনই ভালো মানুষ হিসেবে নিজেদের গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছে।

ফরিদগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ হোসেন বলেন, জাতীয় পর্যায়ে ইতঃপূর্বে আমাদের ফরিদগঞ্জের শিক্ষার্থীরা কৃতিত্ব দেখিয়েছে। তবে এবারই প্রথম দুজন দুই বিভাগে দেশসেরা হলো। বিশেষ করে মাইশা মালিহার কৃতিত্বপূর্ণ অবদানের জন্যে আমরা গর্বিত। অভিভাবকদের উচিত নিয়মিত লেখাপড়ার পাশাপাশি শিক্ষা সহায়ক কর্মকাণ্ডে উৎসাহিত করা।

অপরদিকে দেবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলরুবা আক্তার বলেন, লেখাপড়ার পাশাপাশি সাহিত্য ও সাংস্কৃতিক বিভাগেও আমাদের শিশুরা প্রতিভার স্বাক্ষর রাখছে। গ্রামে পড়ালেখা করেও যে দেশসেরা হওয়া যায় মিফতাহুল জান্নাত যার বড় উদহারণ।

এ ব্যাপারে ফরিদগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা আফতাবুল ইসলাম বলেন, এ বছর জাতীয় প্রাথমিক শিক্ষা-২০২৪-এ চাঁদপুর জেলায় ৩জন শিশু শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। এর মধ্যে ফরিদগঞ্জের দুইজন। আশা করছি আগামীতে তাদের দেখে অন্যরাও উৎসাহিত হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়