প্রকাশ : ১৩ জুন ২০২৪, ০০:০০
পুরাণবাজারে সংঘর্ষ ও যুবক নিহতের ঘটনায় চাঁদপুর পৌর মেয়রের নিন্দা
দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
গত মঙ্গলবার রাতে পুরাণবাজারস্থ রয়েজ রোড (পলাশের মোড়) এলাকায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, বাসা-বাড়ি ও দোকানপাট ভাংচুর, লুটপাট এবং গোলাগুলিতে যুবক নিহতের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল।
এক বিবৃতিতে তিনি বলেন, শান্তির শহরে এমন ঘটনা অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিত। এই ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্যে তিনি প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন। একই সাথে এ ঘটনাকে কেন্দ্র করে যাতে কোনো নিরীহ, নিরপরাধ মানুষ হয়রানির শিকার না হয় তা নিশ্চিত করার অনুরোধ জানিয়েছেন তিনি।
মেয়র জানান, এ ঘটনায় যেসব নিরীহ মানুষের বাসা-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে চাঁদপুর পৌরসভার পক্ষ থেকে তাদেরকে সহযোগিতা করা হবে। ক্ষতিগ্রস্তদের ক্ষতি কাটিয়ে উঠতে সরকারের বিভিন্ন দপ্তর ও বিত্তবানদের সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন তিনি।
চাঁদপুর পৌর এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় সর্বস্তরের পৌরবাসীকে সজাগ ও সচেতন থাকার আহ্বান জানান পৌর মেয়র। এক্ষেত্রে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন তিনি।
উল্লেখিত ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ নেতা আঃ মজিদ খানের ছেলে আল-আমিন খান নিহত হওয়ায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।