প্রকাশ : ১২ জুন ২০২৪, ০০:০০
বড়স্টেশনের আনোয়ার মোল্লা হত্যা মামলায় কালা খাঁর যাবজ্জীবন
চাঁদপুর শহরের বড়স্টেশন টিলাবাড়ী লঞ্চঘাট এলাকায় আনোয়ার হোসেন মোল্লা হত্যা মামলায় আসামী কালা খাঁ’কে ৩০২ ধারার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। কালা খাঁর বাবার নাম আমির হোসেন খাঁ, সাং-ক্লাব রোড, থানা ও জেলা চাঁদপুর।
১১ জুন মঙ্গলবার বিকেলে চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ মহসিনুল হক এ রায় দেন। রায়ের সময় আসামী পলাতক ছিলেন। এ মামলায় ১৩ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেন। মামলার এজাহার সূত্রে জানা যায় যে, ২০১৫ সালের ২২ মে বিকেল ৫ টার সময় আসামী কালা খাঁ (৪১)-এর নিকট ভিকটিম ও বাদীর স্বামী আনোয়ার হোসেন মোল্লা পাওনা টাকা চাইতে গেলে কথা কাটাকাটির এক পর্যায়ে আসামী উত্তেজিত হয়ে আনোয়ার হোসেনকে কিল, ঘুষি মারিলে মাথা ঘুরিয়ে অজ্ঞান হয়ে পড়ে যান। পরবর্তীতে চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মামলার তদন্তকারী কর্মকতা এসআই নুরুল হক ওই বছরেরই ৮ আগস্ট অভিযোগপত্র দায়ের করেন। ঘটনার পরই ভিকটিমের স্ত্রী পারভীন আক্তার বাদী হয়ে চাঁদপুর সদর থানায় মামলা দায়ের করেন।
জেলা জজ আদালতের পিপি অ্যাডঃ রনজিত রায় চৌধুরী বলেন, এটি চাঁদপুর শহরের ঘটনা। মামলায় ১৩ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। আসামী পলাতক। আদালত সঠিক রায় দিয়েছেন। আসামী পক্ষে ছিলেন এসডিএলআর অ্যাডঃ মোঃ শফিকুল ইসলাম।