বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১২ জুন ২০২৪, ০০:০০

হাজীগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ প্রাণ গেলো তিনজনের

কামরুজ্জামান টুটুল ॥
হাজীগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ প্রাণ গেলো তিনজনের

বালুবাহী ট্রাক আর সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেলো মোজাম্মেল হোসেন বেপারী (৪০), মোজাম্মেলের স্ত্রী পিংকি বেগম (৩২) ও সবুজ হাওলাদার (৩০)-এর। গতকাল ১১ জুন মঙ্গলবার বেলা আড়াইটার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জের বাকিলা এলাকার গোগরা ফারুক মেম্বার বাড়ির সামনে এ ঘটনা ঘটে। একই ঘটনায় সিএনজি অটোরিকশার চালকসহ অপর দুজন চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় প্রায় ২ ঘন্টা সড়কে যান চলাচল বন্ধ ছিলো। নিহত মোজম্মেল হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়নের ফুলছোঁয়া বেপারী বাড়ির আবুল খায়ের বেপারীর ছেলে, নিহত পিংকি মোজাম্মেলের স্ত্রী, অপর নিহত সবুজ হাওলাদার একই ইউনিয়নের গোগরা হাওলাদার বাড়ির রফিকুল ইসলামের ছেলে। এরা সবাই সিএনজি অটোরিকশায় বাকিলা বাজার থেকে চাঁদপুরের দিকে যাচ্ছিলেন। সবুজ হাওলাদার দুর্ঘটনাস্থলে, মোজাম্মেল ও তার স্ত্রী পিংকি চাঁদপুর জেনারেল হাসপাতালে মারা যান। একই ঘটনায় আহত ফরিদ (১৬) ও মোস্তফা চিকিৎসাধীন রয়েছেন। ধারণা করা হচ্ছে, মোস্তফা দুর্ঘটনা কবলিত সিএনজি অটোরিকশার চালক। ফরিদ নিহত সবুজের স্ত্রীর ছোট ভাই।

স্থানীয়রা জানান, চাঁদপুর থেকে কুমিল্লা ঠ ১১-০৩২৭ নম্বরের ট্রাকটি বালু নিয়ে হাজীগঞ্জে যাওয়ার পথে ঘটনাস্থল অতিক্রমকালে সিএনজি অটোরিকশা (চাঁদপুর থ ১১-৬৭০৪)-এর সাথে মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী শরীফ হোসেন জানান, বাড়ি থেকে একটি বিকট শব্দ শুনে দৌড়ে এসে সড়কে দেখি এক মর্মান্তিক ঘটনা। সড়কের উপরে একজনের মাথা থেতলানো অবস্থায় মরে পড়ে আছে, বাকিরা কাতরাচ্ছে। এ সময় স্থানীয়রাসহ অন্যরা আসার পরে এক নারীসহ ৫ জনকে উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেই। এর মধ্যে একজনের মুখ থেতলে গেছে আর এক নারীর হাড় ভেঙ্গে শরীর পুরো গোল হয়ে গেছে।

এ দুর্ঘটনা ঘটার পর পর সড়কের দুদিকে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় দুঘন্টা পর পুলিশ এসে লাশ উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করে দেয়।

নিহত সবুজ হাওলাদার পেশায় ভালো মানের ইলেকট্রিক মিস্ত্রী ও আপাদমস্তক ভালো ছেলে হিসেবে এলাকায় পরিচিতি ছিলেন। তার স্ত্রী দুই মাসের অন্তঃসত্ত্বা। আর নিহত দম্পতি মোজাম্মেল ও পিংকি তিন সন্তানের জনক জননী। প্রায় দেড় মাস আগে মোজাম্মেল প্রবাস থেকে ছুটিতে দেশে আসেন।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রশিদ জানান, ঘটনাস্থলে সবুজ আর চাঁদপুর জেনারেল হাসপাতালে স্বামী-স্ত্রী মারা গেছেন। ট্রাক ও সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে। এ সংবাদ লিখা পর্যন্ত নিহতদের ময়না তদন্তের জন্যে চাঁদপুর জেনারেল হাসপাতালে পাঠানোসহ মামলার প্রক্রিয়া চলমান ছিলো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়