প্রকাশ : ১১ জুন ২০২৪, ০০:০০
তৃষ্ণার্তদের সেবায় চাঁদপুর পৌরসভা ..............
তীব্র দাবদাহে তৃষ্ণার্ত মানুষের সেবায় অনন্য দৃষ্টান্ত রেখেছে চাঁদপুর পৌরসভা। পথচারী এবং দিনমজুর মানুষগুলোর তৃষ্ণা মেটাতে চাঁদপুর পৌরসভা থেকে শহরের জনগুরুত্বপূর্ণ জায়গায় পানির ট্যাংক বসানো হয়েছে। প্রায় মাসখানেক আগে তীব্র গরমে যখন মানুষের নাভিশ্বাস অবস্থা, তখন চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েলের উদ্যোগে শহরের জনগুরুত্বপূর্ণ পাঁচটি স্পটে পাঁচটি পানির ট্যাংক বসানো হয়। যেখান থেকে পথচারী, রিকশাচালক, ভ্যান চালকসহ দিনমজুর তৃষ্ণার্ত মানুষগুলো সহজে পানি পান করে তৃষ্ণা মেটাতে পারে। চাঁদপুর পৌরসভা থেকে এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছে জনগণ। ছবিটি চাঁদপুর শহরের পালবাজার মোড় সংলগ্ন রাস্তার পাশ থেকে তোলা।