শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলা বিএনপি ও পৌর বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা
  •   এক বছরের মধ্যে ইসরায়েলের সবচেয়ে ভয়াবহ হামলা
  •   হাজীগঞ্জের সকল মৃত্যুর খবরই গুজব!
  •   দিনমজুরকে জবাই করে হত্যা, ৪৪ দিন পর লাশ উত্তোলন
  •   অবশেষে চাঁসক সহকারী অধ্যাপক কামরুল হাছানকে বদলি

প্রকাশ : ১১ জুন ২০২৪, ০০:০০

ফরিদগঞ্জে বিদ্যুতের তারে যুবকের মৃত্যু, ৩০ হাজার টাকায় রফাদফা!

ভ্রাম্যমাণ প্রতিনিধি ॥
ফরিদগঞ্জে বিদ্যুতের তারে যুবকের মৃত্যু, ৩০ হাজার টাকায় রফাদফা!

সম্প্রতি ঘূর্ণিঝড় রেমালের কারণে ফরিদগঞ্জের চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের সন্তোষপুরে পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে তিনদিন ধরে অরক্ষিত অবস্থায় মাটিতে পড়ে থাকে। যার কারণে ৭ জুন রিয়াজ (২১) নামে এক যুবক সে তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে মৃত্যু হয়। অরক্ষিত তারের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার জানালেও ঘুষ না পেয়ে লাইনটি মেরামত করা হয়নি বলে অভিযোগ আছে এবং সেই তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে ওই যুবকের মৃত্যু হয়। খবর পেয়ে রিয়াজের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উদ্ধার করে ফরিদগঞ্জ থানা পুলিশ। পল্লী বিদ্যুতের কর্মকর্তাদের অবহেলা ও ঘুষ চাওয়ার বিষয়টি চতুর্দিকে জানাজানি হলে তা ধামাচাপা দিতে গত শুক্রবার সন্ধ্যায় ফরিদগঞ্জ পল্লী বিদ্যুতের ডিজিএমসহ ফরিদগঞ্জ থানা প্রশাসনের সহযোগিতায় মৃত রিয়াজের পিতা আবুল হোসেনকে ৩০ হাজার টাকা দেন এবং কাউকে কোনো কিছু না বলার জন্যে অনুরোধ করেন।

বিষয়টি রিয়াজের বাবা আবুল হোসেন সংবাদ কর্মীদের কাছে স্বীকার করলেও পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ বলছে, এ বিষয়ে কারো সাথেই তাদের আপস হয়নি। ফরিদগঞ্জ পল্লী বিদ্যুতের সহকারী জেনারেল ম্যানেজার নাজিরুল্লাহ জানান, রিয়াজের বিষয়টি আমরা পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ, থানা প্রশাসন এবং রিয়াজের বাবা বুঝবো, তাতে আপনাদের সংবাদ কর্মীদের মাথা ঘামানো কেন?

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়