প্রকাশ : ১১ জুন ২০২৪, ০০:০০
চাঁদপুরে কোরবানির পশুর চামড়া সংরক্ষণে নিরবচ্ছিন্ন লবণ সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ
চাঁদপুর জেলায় আসন্ন পবিত্র ঈদুল আজহায় কোরবানির পশুর চামড়া স্থানীয়ভাবে সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের জন্যে চাহিদা অনুযায়ী নিরবচ্ছিন্ন লবণ সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন ও বিসিক। ৯ জুন ২০২৪ তারিখে এ সংক্রান্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন চাঁদপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসান।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বিসিক চাঁদপুর-এর আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন চাঁদপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইমরান শাহারিয়ার, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, বিসিক চাঁদপুর কর্মকর্তা ফজলুর রহমান, চাঁদপুর লবণ মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক ও জনতা লবণ মিলের মালিক আবুল কালাম আজাদসহ সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারগণ, জেলা মৎস্য কর্মকর্তা, জেলা সমাজসেবা কর্মকর্তা, জেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট অংশীজন।
সভায় জানানো হয়, চাঁদপুর জেলায় আসন্ন পবিত্র ঈদ-উল-আজহায় কোরবানিকৃত পশুর চামড়া সার্বিকভাবে সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণে পর্যাপ্ত লবণ মজুদ রয়েছে। কোরবানির পশুর চামড়া সংরক্ষণে লবণের কোনো ঘাটতি থাকবে না।