প্রকাশ : ১১ জুন ২০২৪, ০০:০০
আয়ারল্যান্ডে ক্লোনাকিল্টি সিটির মেয়র নির্বাচিত হলেন চাঁদপুরের ইউসুফ
নিজ দেশের গণ্ডি পেরিয়ে অনেকেই ইউরোপ-আমেরিকায় শিক্ষা, গবেষণা, সামাজিক ও রাজনৈতিক নেতৃত্বে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। বিশ্ব মানচিত্রে সম্মানিত করেছেন বাংলাদেশকে, সমুন্নত রেখেছেন লাল সবুজের পতাকাকে। এমনি একজন ইউসুফ জুনাব আলী।
তিনি গত ৮ জুন আয়ারল্যান্ডের ক্লোনাকিল্টি সিটির জনগণের প্রত্যক্ষ ভোটে আগামী ৪ বছরের জন্যে মেয়র নির্বাচিত হয়েছেন। এছাড়া তিনি ২০২১ সাল থেকে আয়ারল্যান্ড সরকারের অর্থ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি প্রায় ৩৭ বছর যাবৎ আয়ারল্যান্ডের নাগরিকত্ব নিয়ে সুনামের সাথে সেখানে বসবাস করছেন। ক্লোনাকিল্টি সিটির মেয়রের দায়িত্বের বিশেষ বৈশিষ্ট্য হলো পদটি সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং রাজনৈতিকভাবে স্বাধীন। প্রার্থীরা কোনো রাজনৈতিক দলের হলেও দলের কোনো প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন না।
৫০ বছর বয়সী ইউসুফ জুনাব আলী চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর পৌরসভার গোবিন্দপুর গ্রামের কেরামত আলী প্রধান হাজী বাড়ির মরহুম আলহাজ্ব জুনাব আলী সাহেবের দ্বিতীয় সন্তান। তিনি তাঁর উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করার জন্যে দেশবাসীর দোয়া কামনা করেছেন।