প্রকাশ : ০৮ জুন ২০২৪, ০০:০০
বিপুল পরিমাণ নিষিদ্ধ জালসহ ১০ জেলে আটক
হাইমচরের মেঘনা নদীর চরভৈরবী এলাকায় নৌপুলিশের অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ শিকারের দায়ে ১০ জেলেকে আটক করা হয়েছে। একই সঙ্গে তাদের কাছ থেকে জব্দ করা হয় ৫০ হাজার মিটার জাল ও মাছ ধরার ইঞ্জিনচালিত ২টি নৌকা।
৭ জুন শুক্রবার সকালে আটক ১০ জেলেকে চাঁদপুর জেলা কারাগারে পাঠানো হয়। তার আগে মৎস্য সংরক্ষণ আইনে এসব জেলের বিরুদ্ধে মামলা দায়ের করে নৌপুলিশ।
নৌপুলিশ নীলকমল ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক জিএম নাসিম হোসেন একদল পুলিশ নিয়ে এ অভিযান পরিচালনা করেন।
নীলকমল ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক জিএম নাসিম হোসেন জানান, মেঘনা নদীতে নিষিদ্ধ কারেন্ট জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানোর সময় এই ১০ জেলেকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল এবং ইঞ্জিনচালিত ২টি নৌকা জব্দ করা হয়।
নৌ পুলিশের এ কর্মকর্তা আরও জানান, আটক জেলেদের বাড়ি বরিশাল জেলার হিজলা ও গৌরনদী উপজেলায়। সূত্র : সময় টিভি অনলাইন।