বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৮ জুন ২০২৪, ০০:০০

ড্যাফোডিল চাঁদপুর প্রিমিয়ার ক্রিকেট লীগ

আজ ফাইনালে লড়বে টিম ডাকাতিয়া ও আবাহনী ক্রীড়া চক্র

চৌধুরী ইয়াসিন ইকরাম ॥
আজ ফাইনালে লড়বে টিম ডাকাতিয়া ও আবাহনী ক্রীড়া চক্র

চাঁদপুর স্টেডিয়ামে আজ ৮ জুন শনিবার অনুষ্ঠিত হবে ড্যাফোডিল চাঁদপুর প্রিমিয়ার লীগের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ।

চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপ-কমিটির ব্যবস্থাপনায় ফাইনালে লড়বে টিম ডাকাতিয়া ও আবাহনী ক্রীড়া চক্র। ৫০ ওভারের ম্যাচে অংশ নেওয়ার জন্যে দুদলেই খেলবে ঢাকার বিভিন্ন ক্লাবের এবং জাতীয় দলের বয়সভিত্তিক দলের ক্রিকেটাররা।

ফাইনালে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন সমাজকল্যাণমন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। সভাপতিত্ব করবেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক কামরুল হাসান।

ফাইনালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও পুলিশ সুপার সাইফুল ইসলাম, সহ-সভাপতি ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ, সহ-সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, সহ-সভাপতি ডাঃ জে আর ওয়াদুদ টিপু, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি জাহিদুল ইসলাম রোমান ও ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব সবুর খান।

ফাইনাল নিয়ে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু ও ক্রিকেট উপ-কমিটির সম্পাদক শেখ মোঃ মোতালেব এ প্রতিবেদককে জানান, আমরা ফাইনাল নিয়ে প্রস্তুত রয়েছি। প্রাকৃতিক পরিবেশ ভালো থাকলে নির্ধারিত সময়েই খেলা হবে এবং খেলা শেষে পুরস্কার বিতরণ হবে। মাঠে উপস্থিত হয়ে ফাইনাল খেলা দেখার জন্যে সকলকে অনুরোধ জানিয়েছেন তারা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়