প্রকাশ : ০৫ জুন ২০২৪, ০০:০০
চাঁদপুরে নৌ নিরাপত্তা সপ্তাহের উদ্বোধন
নৌপরিবহণ মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে দুর্ঘটনামুক্ত নৌ চলাচল ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে জনসচেতনতা সৃষ্টিতে প্রতি বছরের মতো এ বছরও চাঁদপুরে ৪-১০ জুন পর্যন্ত ‘নৌ নিরাপত্তা সপ্তাহ-২০২৪’ পালিত হচ্ছে। এবারের প্রতিপাদ্য ‘দূষণমুক্ত নদী ও নিরাপদ নৌযান, স্মার্ট বাংলাদেশ গড়তে রাখবে অবদান।’
এ উপলক্ষে মঙ্গলবার ৪ জুন বিকেলে লঞ্চঘাটে বিআইডব্লিউটিএর নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে আলোচনা সভা ও লিফলেট বিতরণ করা হয়। এতে বক্তব্য রাখেন নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগ, চাঁদপুরের উপ-পরিচালক বশির আলী খান।
উপস্থিত ছিলেন পরিবহন পরিদর্শক সমর কৃষ্ণ সরকার, আব্দুর রহমান শিকদার, চাঁদপুর নৌ থানার এসআই ময়নাল হোসেন, বিভিন্ন লঞ্চের সুপারভাইজারগণসহ বিআইডব্লিউটিএর চাঁদপুর কার্যালয়ের লোকজন।