প্রকাশ : ০৫ জুন ২০২৪, ০০:০০
কুকুরকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো নারীর
ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যুর ঘটনা ঘটেছে। ৩ জুন সোমবার সন্ধ্যায় উপজেলায় ফরিদগঞ্জ (দক্ষিণ) ইউনিয়নের উওর পোয়া সর্দার বাড়ি সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত মমতাজ বেগম (৫৫) উত্তর পোয়া চৌধুরী বাড়ির বাসিন্দা।
ঘটনা সূত্রে জানা যায়, এদিন সন্ধ্যায় নিহত মমতাজ বেগম তার ছোট মেয়ে ও নাতিসহ কাটাখালি এলাকা থেকে ব্যাটারিচালিত অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন। প্রতিমধ্যে একটি কুকুর রাস্তার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাচ্ছিলো। কুকুরকে বাঁচতে গিয়ে অটোচালক নিয়ন্ত্রণ হারিয়ে পাশে পড়ে যায়। এতে মাথায় গুরুতর জখম হন মমতাজ বেগম। পরে তাকে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অটোতে থাকা মিনু ও তার মেয়ে এবং অটোচালক বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায়। পরদিন ৪ জুন মঙ্গলবার সকাল ৯টায় পারিবারিক কবরস্থানে নিহতের লাশ দাফন করা হয়।