বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৫ জুন ২০২৪, ০০:০০

ফরিদগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন

ফরিদগঞ্জে খাজে আহমেদ না আমীর আজম?

প্রবীর চক্রবর্তী ॥
ফরিদগঞ্জে খাজে আহমেদ না আমীর আজম?

আজ ৫ জুন চতুর্থ ধাপে ফরিদগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। যদিও এ উপজেলায় তৃতীয় ধাপে অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। ঘুর্ণিঝড়ের কারণে নির্বাচন পিছিয়ে নতুন তারিখে হচ্ছে। এই উপজেলায় মোট ভোটার ৩ লাখ ৭২ হাজার ৬৭৯ জন। ভোটাররা আজ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচন করবেন। নির্বাচনে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন চিংড়ি প্রতীক নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির সাবেক সদস্য, ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাজে আহমেদ মজুমদার, অপরজন হলেন আনারাস প্রতীক নিয়ে সাবেক গণপরিষদ সদস্য প্রয়াত রাজা মিয়ার ছেলে আওয়ামী লীগ নেতা আমীর আজম রেজা।

সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুরে ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, প্রথম দিকে নির্বাচনী প্রচারণায় কিছুটা ভাটা থাকলেও ক্রমশ তা জমে ওঠে। চিংড়ি প্রতীক নিয়ে গ্রাম থেকে পাড়া-মহল্লায় খাজে আহমেদ মজুমদারের নেতা-কর্মীরা নির্বাচনী পরিবেশ সরগরম করে রেখেছেন। অপরদিকে প্রকাশ্যে হাঁকডাক দিয়ে নির্বাচনী প্রচারণায় নেই আনারস প্রতীকের প্রার্থী আমীর আজম রেজা। তিনি ও তার লোকজন কৌশলী প্রচারণায় ব্যস্ত।

ভোটাররা জানান, এমপির কাছের লোক হিসেবে কিছুটা এগিয়ে খাজে আহমেদ মজুমদার। বিগত সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের বাইরে ঈগল ও ট্রাক নিয়ে নির্বাচন করা নেতা-কর্মীদের একটি বড় অংশকে ঐক্যের ডাক দিয়ে তার দলে ভিড়িয়েছেন। ফলে একসময় যারা প্রকাশ্যে খাজে আহমেদের বিরুদ্ধাচারণ করেছেন, তাদের অনেকেই খাজে আহমেদের পক্ষে ভোট চাইছেন।

নাম প্রকাশ না করার শর্তে এ রকম বেশ ক’জন জানান, বিগত সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী সকলেই আওয়ামী লীগের। তাছাড়া উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী খাজে আহমেদ আমাদের সকলকে নিয়ে একসাথে রাজনীতি করতে আহ্বান জানিয়েছেন। তাই অতীতের ভুল পেছনে ফেলে এক সাথে কাজ করছি।

অপরদিকে আনারস প্রতীকের প্রার্থী আমীর আজম রেজার পক্ষে প্রকাশ্যে আওয়ামী লীগের নেতৃত্বদানকারী হাতেগোণা কয়েকজন মাঠে নেমেছেন। অন্যরা গোপনে কাজ করছেন। তাদের নেতা-কর্মীদের দাবি, নির্বাচন পরবর্তী ঘটনা প্রবাহের কারণে ভয়ে অনেকে প্রকাশ্যে মাঠে কাজ করতে পারছেন না। তবে গোপনে কাজ করছেন। মরহুম রাজা মিয়া স্যারের প্রতি শ্রদ্ধা দেখিয়ে ভোটাররা আনারসের বিজয় নিশ্চিত করবেন। তবে সামগ্রিক বিচারে দেখা গেছে, তরুণ সমাজের বেশির ভাগই খাজে আহমেদের পক্ষে এবং মুরুব্বিদের একটি বড় অংশ আমীর আজম রেজা পক্ষে ভোট দিতে পারেন বলে জানা গেছে। তবে যিনি যত বেশি ভোটার উপস্থিতি বেশি করতে পারবেন, তার পাল্লা ততো বেশি ভারি হবে।

এদিকে নির্বাচনে ভাইস চেয়ারম্যান পুরুষ পদে ৩ জন এবং সংরক্ষিত আসনে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আশা করা হচ্ছে, এখানে কঠিন প্রতিদ্বন্দ্বিতা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়