বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৪ জুন ২০২৪, ০০:০০

মধ্য রাত পর্যন্ত স্থানীয় ক্লাবে বিরিয়ানি পার্টি

ফরিদগঞ্জে এক রাতে ১৪টি গরু চুরি

শামীম হাসান ॥
ফরিদগঞ্জে এক রাতে ১৪টি গরু চুরি

১৬ বছর প্রবাস জীবন কাটানোর পর ভিসা জটিলতার কারণে একেবারে বাড়ি ফিরেন। তিলে তিলে জমানো নিজের সহায় সম্বল দিয়ে গরুর খামার গড়ে তোলেন প্রবাস ফেরত কুদ্দুস পাটওয়ারী। গত ৬মাস প্রতিদিন গরু থেকে পাওয়া ৪০ থেকে ৪৫ কেজি দুধ বিক্রি করে ভালোই চলছিলো স্ত্রী ও তিন সন্তান নিয়ে কুদ্দুস পাটওয়ারীর সংসার। আচমকা এক ঝড়ে এক রাতেই সর্বস্বান্ত হয়ে যান তিনি। ১জুন শুক্রবার গভীর রাতে তার খামারে থাকা ১৪টি গরু চুরি হয়ে যায়।

খামারের পাশেই স্থানীয় ক্লাবে সেদিন রাত ১২টা ৪০মিনিট পর্যন্ত চলেছিলো স্থানীয় যুবকদের বিরিয়ানি পার্টি। পার্টি শেষ হলে সবাই ঘুমিয়ে পড়ার পরই চোর চক্রের সদস্যরা গরুর মালিকের ঘরের দরজার বাইরে দিয়ে সিটকিনি আটকিয়ে দিয়ে এবং পাশর্^বর্তী মসজিদের মাইকের তার কেটে দিয়ে তালাবদ্ধ খামারের তালা ভেঙ্গে একে একে ১৪টি গরু চুরি করে। খামার থেকে গরুগুলোকে নিয়ে পাশর্^বর্তী মাদ্রাসার মাঠে নেয়া হয়। তারপর ট্রাকে তুলে গরুগুলোকে নিয়ে যাওয়া হয়।

এমন দুর্ধর্ষ গরু চুরির ঘটনাটি ঘটে ফরিদগঞ্জ উপজেলার ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়নের সুবিদপুর ওল্ডস্কীম দাখিল মাদ্রাসা সংলগ্ন পাটওয়ারী বাড়িতে।

খামারের মালিক কুদ্দুস পাটওয়ারী জানান, ১৬ বছর কুয়েত থাকার পর নিজের জমানো সব টাকা দিয়ে খামারটি গড়ে তুলি। খামারের গরু থেকে পাওয়া দুধ বিক্রি করে আমার সংসার ভালোই চলছিলো। চুরি হওয়ার একদিন আগেও ৬ লক্ষাধিক টাকা দিয়ে দুটি গাই গরু কিনেছিলাম। আমার খামারে প্রায় ২৫ লক্ষ টাকার গরু ছিলো। চোরেরা আমার খামারের সব গরু নিয়ে গিয়ে আমাকে সর্বস্বান্ত করে পথে বসিয়ে দিলো।

স্থানীয় কয়েকজন যুবকের সাথে কথা হলে তারা জানান, সেদিন রাত ১২ টা ৪০ মিনিট পর্যন্ত আমরা ক্লাবে বিরিয়ানির আয়োজন করেছিলাম। বিরিয়ানি খেয়ে আমরা বাড়িতে গিয়ে ঘুমিয়ে যাই। সকালে উঠে শুনি কুদ্দুস চাচার খামারের গরুগুলো চুরি হয়ে গেছে।

এ বিষয়ে জানতে চাইলে ফরিদগঞ্জ থানার এসআই মাহফুজুর রহমান জানান, আমাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে চোরকে শনাক্ত করার জন্যে কাজ করবো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়