প্রকাশ : ০৩ জুন ২০২৪, ০০:০০
হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের শপথ সম্পন্ন
হাজীগঞ্জ উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হেলাল উদ্দিন মিয়াজী, ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান সুমন ও মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া আক্তার শপথ গ্রহণ করেছেন। গতকাল ২ জুন রোববার বেলা সাড়ে ১১টায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে তাদের শপথবাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার মোঃ তোফায়েল ইসলাম।
শপথ শেষে নির্বাচিতদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিভাগীয় কমিশনার। পরে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষের বাইরে নিজ নিজ নেতা-কর্মী ও সমর্থকরা নির্বাচিতদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
শপথগ্রহণ অনুষ্ঠানে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীলসহ বিভাগীয় কমিশনার কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২১ মে অনুষ্ঠিত হাজীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ হেলাল উদ্দিন মিয়াজী আনারস প্রতীকে ২৬ হাজার ৫৮৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দোয়াত-কলম প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী জসিম উদ্দিন পেয়েছেন ২৫ হাজার ৭০ ভোট।
এছাড়াও অপর প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকের প্রার্থী বিএনপির বহিষ্কৃত নেতা আবু সুফিয়ান মজুমদার রানা পেয়েছেন ১ হাজার ৩০ ভোট। ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন কামরুজ্জামান সুমন। তার সাথে প্রতিদ্বন্দ্বী প্রার্থী তৎকালীন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ মনোনয়নপত্র প্রত্যাহার করায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া আক্তার রুবি প্রজাপতি প্রতীকে ২৮ হাজার ৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতীকের প্রার্থী রুবি আক্তার পেয়েছেন ২৪ হাজার ১৯৯ ভোট। ওই দিন ইভিএমণ্ডএর মাধ্যমে ভোটগ্রহণ করা হয়।