বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৩ জুন ২০২৪, ০০:০০

ভ্যাপসা গরমে আর ঘামে অস্বস্তিতে সাধারণ মানুষ

বৃষ্টিও হবে, গরমও থাকবে

স্টাফ রিপোর্টার ॥
ভ্যাপসা গরমে আর ঘামে অস্বস্তিতে সাধারণ মানুষ

দেশের আট বিভাগেই বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। অন্যদিকে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। ২ জুন রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, চাঁদপুরসহ সারাদেশে বিস্তার লাভ করছে মৌসুমি বায়ু। এটি দেশের সাত বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে।

বৃষ্টির সঙ্গে সঙ্গে আবহাওয়া অধিদপ্তর গরম কমার কথা বললেও গরম কমে নি। ভ্যাপসা গরমে আর ঘামে অস্বস্তিতে সাধারণ মানুষ। এমন গরমের কারণ হিসেবে আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, ঘূর্ণিঝড়ের কারণে বাতাসে আর্দ্রতা বেড়ে গেছে। আবার ঝড়ের পরে ব্যাপক বৃষ্টিপাত হয়ে মাটি আর্দ্র হয়েছে, সেখান থেকেও বাতাসে আর্দ্রতা যোগ হচ্ছে। মেঘ কেটে গিয়ে আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে, ফলে সূর্য কিরণ সরাসরি পড়ছে। আবার বাতাসের গতিও কমে গেছে। এসব কারণে তাপমাত্রা কম থাকলেও গরমের অস্বস্তিকর অনুভূতি বেড়ে গেছে। তাপমাত্রা ৩৪ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করলেও তা অনুভূত হচ্ছে ৩৮ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াসের মতো।

আবুল কালাম মল্লিক আরও বলেন, বাতাসের গতি বাড়লে গরম কম অনুভূত হবে। আজ ৩ জুন পর্যন্ত দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলেও জানান এই আবহাওয়াবিদ।

আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, মৌসুমি বায়ু এখন কিছুটা দুর্বল, তাই সারাদেশে হালকা বৃষ্টির ধারণা করা হচ্ছে। এর পাশাপাশি গরমও কিন্তু থাকবে। তবে এক সপ্তাহ বা তারও কিছু সময় পরের পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর এবং রাজশাহী বিভাগ পর্যন্ত অগ্রসর হবে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু আরও অগ্রসর হওয়ার জন্যে পরিস্থিতি অনুকূলে থাকবে।

এদিকে, আট বিভাগেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, রাজশাহী, খুলনা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে, সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়াবিদ বজলুর রশিদ আরও জানান, আজ সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। সেই সঙ্গে দেশের আট বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে অতিভারী বৃষ্টির আভাস পাওয়া গেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়