প্রকাশ : ০১ জুন ২০২৪, ০০:০০
মতলব উত্তরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ লাখ টাকা জরিমানা
মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের দক্ষিণ ঠেডালিয়ায় সরকারি খাল হতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে উত্তোলনকারীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ড্রেজার ও পাইপলাইন সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়া গজরা ইউনিয়নে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার ও পাইপলাইন সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
৩১ মে শুক্রবার অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করেন মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার একি মিত্র চাকমা ও মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা।
উপজেলা নির্বাহী অফিসার বলেন, সরকারের নিয়মণ্ডনীতি ও আইনের বাইরে যে কোন কাজ করলে ব্যবস্থা নেয়া হবে। জনস্বার্থে মোবাইল কোর্টের এ অভিযান অব্যাহত থাকবে।