প্রকাশ : ৩১ মে ২০২৪, ০০:০০
চাঁদপুরের কৃতী সন্তান নাট্যজন
প্রয়াত অশোক রায় নন্দীর আজ স্মরণসভা
‘মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক, আর কিছু নয়, এই হোক শেষ পরিচয়’। আজ ৩১ মে শুক্রবার বিকেল ৪টায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী’র বড় ভাই বাংলাদেশের প্রথিতযশা নাট্যযোদ্ধা, থিয়েটার ঢাকা’র সাধারণ সম্পাদক নাট্যজন প্রয়াত অশোক রায় নন্দী’র স্মরণ সভা অনুষ্ঠিত হবে। থিয়েটার ফোরাম চাঁদপুর-এর আয়োজনে ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সহযোগিতায় স্মরণ সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমি’র মহাপরিচালক ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান ঋত্বিক নাট্যজন লিয়াকত আলী লাকী, সম্মিলিত সাংস্কৃতিক জোট, কেন্দ্রীয় পরিষদের সভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম কুদ্দুছ, অতিরিক্ত সচিব (অবঃ) আব্দুল হক তালুকদার, থিয়েটার ঢাকার অন্যতম কর্ণধার নাট্যজন নরেশ ভূঁইয়া, চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা নাট্য ব্যক্তিত্ব গাজী রাকায়েত ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারী জেনারেল (ভারপ্রাপ্ত) চন্দন রেজা। প্রয়াত অশোক রায় নন্দী’র স্মরণ সভায় সকল সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন থিয়েটার ফোরাম, চাঁদপুরের সভাপতি শহীদ পাটোয়ারী ও সাধারণ সম্পাদক শুকদেব রায়।